প্রতিবেদন : বিধায়ক তাপস রায়ের মন্তব্য নিয়ে অহেতুক জলঘোলা করা হচ্ছে। একশ্রেণির মিডিয়া তাঁর মন্তব্যকে নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। যা সঠিক নয় বলে দাবি করেছেন খোদ তাপস রায়। একটি অনুষ্ঠানে তাপস বলেছিলেন, কংগ্রেস ক্ষমতায় থাকলে দলে নতুন প্রজন্ম উঠে আসত না। আজকে দলে যে নতুন প্রজন্ম উঠে এসেছে তা মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই। মনে রাখতে হবে ৩৪ বছরের জগদ্দল পাথরের মতো ক্ষমতায় থাকা বামফ্রন্ট সরকারকে উৎখাত করতে পেরেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ই। অন্য কোনও দল নয়। আর তাঁরই প্রচেষ্টায় দলে নতুনরা উঠে এসেছেন নেতৃত্বে। এটা ঠিক বহু ক্ষেত্রে যোগ্যরা মন্ত্রিসভায় স্থান পান না। কারণ সমাজের সর্বস্তরের প্রতিনিধিদের মন্ত্রিসভায় রাখতে হয়। এ-প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, মন্ত্রিসভায় সমাজের সব শ্রেণির প্রতিনিধিদের স্থান দিতে হয়। রাজ্যের সব অঞ্চলের প্রতিনিধিরাই মন্ত্রিসভায় থাকবেন।
আরও পড়ুন-কাঁথি পুরসভার দুর্নীতির নথি প্রকাশ্যে এল, শর্ত দিয়ে গদ্দার বিজেপিতে
এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র বলেছেন, মন্ত্রিসভা গঠনের সময় অনেক কিছু মাথায় রেখে গঠন করতে হয়। অনেক যোগ্য লোক মন্ত্রিসভায় থাকেন, আবার অনেকে বাইরেও থাকেন। আসলে রাজ্যের সব প্রান্তের মানুষকেই মন্ত্রিসভায় স্থান দিতে হয়। এটা মাধ্যমিকে টপ টেনের মতো নয়। আবার উচ্চমাধ্যমিক অথবা জয়েন্ট এন্ট্রান্সের মেধা তালিকার মত নয়। মন্ত্রিসভা গঠনের ক্ষেত্রে বিষয়টি ওইভাবে দেখা ঠিক হবে না। আমার সঙ্গে তাপস রায়ের কথা হয়েছে। তিনি এই কথাটাই বলতে চেয়েছেন। কিন্তু একশ্রেণির মিডিয়া ভুল ব্যাখ্যা দিচ্ছে।