উচ্চমাধ্যমিকের (Higher Secondary 2022) পড়ুয়াদের জন্য রাজ্য সরকারের নয়া উদ্যোগ। এই বিশেষ উদ্যোগ নিয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। প্রাক্টিক্যাল ক্লাস এবার অনলাইনে নিতে চলেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত সংসদের। মূলত ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলির প্রাক্টিক্যাল ক্লাস অনলাইনে আপলোড করে দেবে সংসদ। ৩১ জানুয়ারির মধ্যেই এই কাজ শেষ করে দেবে সংসদ। পয়লা ফেব্রুয়ারি থেকে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের ওয়েবসাইট এবং বাংলা শিক্ষা পোর্টাল মারফত ছাত্রছাত্রীরা অনলাইনে প্র্যাকটিক্যাল ক্লাসগুলি দেখতে পারবে।
আরও পড়ুন – পড়ুয়াদের বই-খাতা
ফেব্রুয়ারি মাসের তৃতীয় সপ্তাহ থেকেই প্র্যাক্টিকাল পরীক্ষা শুরু। হাতে কলমে প্র্যাকটিক্যাল ক্লাস না করাতে পারলেও যাতে ছাত্রছাত্রীরা অনলাইনে দেখে প্রাক্টিক্যাল ক্লাস সম্পর্কে একটা বিস্তারিত ধারণা তৈরি করতে পারে তার জন্যই এই উদ্যোগ বলেই দাবি সংসদের। তার আগে শেষ মুহূর্তের প্রস্তুতি হিসেবে এই প্রাক্টিক্যাল ক্লাসগুলি অনেকটাই উপকারী হবে বলেই মনে করছে সংসদ। এই বিষয়ে সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন “দীর্ঘদিন ধরে স্কুল বন্ধ ছিল। প্রাথমিকভাবে কিছুটা স্কুল খুলে প্রাক্টিক্যাল ক্লাস করানো গেলেও আবারও স্কুল বন্ধ হয়েছে করোনা পরিস্থিতির জন্য। কিন্তু ছাত্রছাত্রীরা যাতে প্রাক্টিক্যাল ক্লাস সম্পর্কে বিস্তারিত ধারণা তৈরি করতে পারে তার জন্যই আমাদের এই উদ্যোগ। মেজর বিষয়গুলির প্রাক্টিক্যাল ক্লাস ১ ফেব্রুয়ারি থেকে অনলাইনে দেখতে পারবে ছাত্রছাত্রীরা।”
উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ এই অনলাইন ক্লাসকে “ভার্চুয়াল ল্যাব” হিসেবে ব্যাখ্যা দিচ্ছে। ভার্চুয়াল ল্যাবের জন্য সংসদ বেশ কয়েকটি স্কুলকে বাছাই করেছে। যে স্কুলগুলির ল্যাবগুলিকে ব্যবহার করে শিক্ষক-শিক্ষিকারা প্রাক্টিক্যাল ক্লাস নিয়েছেন। সেই ক্লাসগুলিকেই রেকর্ড করে অনলাইনে আপলোড করে দেবে সংসদ। ইতিমধ্যেই সেই কাজ প্রায় শেষ হয়ে গিয়েছে বলেই জানিয়েছে সংসদ। অন্যদিকে এপ্রিল মাসের প্রথম সপ্তাহ থেকে শুরু হচ্ছে উচ্চমাধ্যমিকের (Higher Secondary 2022) লিখিত পরীক্ষা। তার প্রস্তুতি ইতিমধ্যেই চূড়ান্ত বলে জানিয়েছেন সংসদের আধিকারিকরা।
প্রতিবেদন: ১৩,৪২১ শূন্যপদের জন্য দ্বিতীয় দফার ইন্টারভিউর দিন ঘোষণা করল প্রাথমিক শিক্ষা পর্ষদ (West Bengal…
রাজ্য সরকারের ডিজিটাল পরিষেবা উদ্যোগ আরও একবার জাতীয় স্বীকৃতি পেল। পশ্চিমবঙ্গ সরকারের ‘অনুমোদন’ (Anumodan) নামে…
রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্যের কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। মঙ্গলবার নিজের…
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…