কাল ঘোষণা নয়া কর্মসূচি

Must read

প্রতিবেদন : রাজ্য জুড়ে নয়া কর্মসূচি শুরু করতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek banerjee)। আগামী ২ জানুয়ারি থেকে যা শুরু হবে। এ-বিষয়ে আগামিকাল শনিবার সাংবাদিক বৈঠক করে বিস্তারিত জানাবেন তিনি (Abhishek banerjee)। শুক্রবার ভার্চুয়াল বৈঠকে এ-কথা নিজেই জানিয়েছেন। তাঁর কথায়, সব কর্মসূচিই একই সঙ্গে চলবে। ফলে দলীয় সতীর্থদের উদ্দেশ্যে তাঁর বার্তা, কোনও কর্মসূচিতেই শিথিলতা দেখানো চলবে না।

আরও পড়ুন-মানবে না হার, তৃণমূল আবার: ১ জানুয়ারি থেকে জোড়া কর্মসূচি আত্মতুষ্টি নয় যুদ্ধের সময়, বার্তা অভিষেকের 

Latest article