অভিনব উদ্যোগ, কলেজে হল স্বয়ংক্রিয় আবহাওয়া স্টেশন

ধূপগুড়ি গার্লস কলেজে হল স্বয়ংক্রিয় আবহাওয়া স্টেশন। যা পাশাপাশি এলাকার আবহাওয়া পর্যবেক্ষণের সক্ষমতায় একটি উল্লেখযোগ্য সংযোজন।

Must read

আর্থিকা দত্ত জলপাইগুড়ি: ধূপগুড়ি গার্লস কলেজে হল স্বয়ংক্রিয় আবহাওয়া স্টেশন। যা পাশাপাশি এলাকার আবহাওয়া পর্যবেক্ষণের সক্ষমতায় একটি উল্লেখযোগ্য সংযোজন।
এডব্লিউএস (অটোমেটিক ওয়েদার স্টেশন) এলাকার তাপমাত্রা, আপেক্ষিক আর্দ্রতা, বৃষ্টিপাত, বায়ুর গতি, বায়ুর দিক, স্টেশন চাপ এবং সমুদ্রের চাপের মতো বিভিন্ন মেটিওরোলজিকাল প্যারামিটারগুলি দক্ষতার সাথে পরিমাপ করতে সক্ষম হবে বলে জানানো হয়েছে।

আরও পড়ুন-জল্পনা বাড়িয়ে মাঠেই কথা গম্ভীর-বোর্ড কর্তার

ভারতে স্বয়ংক্রিয় আবহাওয়া স্টেশন এর ইতিহাস ১৯৮০ সালে শুরু হয় যখন ভারতীয় আবহাওয়া দফতর এবং ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা একসাথে একটি পাইলট প্রকল্প পরিচালনা করে। ছোট ডেটা সংগ্রহ প্ল্যাটফর্মের একটি নেটওয়ার্ক ব্যবহার করে এই পরীক্ষা করা হয়। প্রথমে ডেটা গ্রহণ ও মানের সমস্যাগুলি থাকলেও, এই পরীক্ষাটি ভবিষ্যতের উন্নতির জন্য পথ প্রশস্ত করে বলে জানা যায়। ১৯৯৭ সালে, এডব্লিউএস নেটওয়ার্কটি অত্যাধুনিক মাইক্রোপ্রসেসর ভিত্তিক সিস্টেম দিয়ে আপগ্রেড করা হয়।
ধূপগুড়ির বিধায়ক ড. নির্মলচন্দ্র রায় এই কলেজেরই অধ্যাপক। তিনি জানান, কলেজের গভর্নিং বডি ও কলেজের একান্ত চেষ্টায় এই সাফল্য আনা গিয়েছে ধূপগুড়ি মহিলা কলেজে।
ধূপগুড়ি গার্লস কলেজের ভূগোল বিভাগের প্রধান ড. দেবর্ষি ঘোষ এই প্রকল্পটি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি জানান, ২০২১ সাল থেকে ভারতীয় আবহাওয়া দফতরের আঞ্চলিক প্রধানের সঙ্গে যোগাযোগ রেখেই এই কাজ করেছেন।

Latest article