বিনোদন

উৎসবে হইচই

পা রাখতে চলেছে উৎসবের মরশুম। কেনাকাটা, ঘোরাঘুরি, খাওয়াদাওয়া, ঠাকুর দেখার পাশাপাশি এই সময় মনোরঞ্জন দিতে পারে আকর্ষণীয় ছ’টি শো। সেই সুযোগ করে দিয়েছে ডিজিটাল প্ল্যাটফর্ম হইচই।
কারও অজানা নয়, হইচই হল শীর্ষস্থানীয় বাংলা বিনোদন প্ল্যাটফর্ম, যা সিনেমা, অরিজিনাল সিরিজ, শর্টস, ডকু-সিরিজ এবং আরও অনেক কিছু দর্শকদের সামনে তুলে ধরে। সেরা বাংলা কন্টেন্ট পৌঁছে দেওয়ার লক্ষ্যে, হইচই বিশ্বব্যাপী ২৫ কোটি বাঙালিকে তাদের সাংস্কৃতিক শিকড়ের সঙ্গে যুক্ত করতে পেরেছে। ২০১৭ সালে এসভিএফ-এর নতুন মিডিয়া শাখার প্রথম উদ্যোগ হিসেবে হইচই আত্মপ্রকাশ করে।
অক্টোবরে হইচই দর্শকদের উপহার দিতে চলেছে ‘উৎসবের নতুন গল্প’। নানা বিষয়। রহস্য, ভৌতিক যেমন আছে, তেমনই আছে প্রেম, প্রেমহীনতা। বিশ্বাসের গল্প যেমন আছে, তেমনই আছে বিশ্বাস ভাঙার গল্প। প্রতিটা গল্পই বেশ রোমাঞ্চকর। দর্শকদের টেনে রাখবে। নতুনদের পাশে দেখা যাবে কয়েকজন নামী তারকাকেও। সবমিলিয়ে জমজমাট হতে চলেছে নতুন গল্পের এই ডিজিটাল উৎসব। চ্যানেল কর্তৃপক্ষের বিশ্বাস, এই উদ্যোগ উৎসব-উদযাপনকে আরও উজ্জ্বল করে তুলবে। দেখে নেওয়া যাক, ওয়াচলিস্টে রয়েছে কোন কোন গল্প।

আরও পড়ুন-জাপান ম্যাচে ভুল চায় না ভারত, মেয়েদের এশিয়া কাপে আজ কঠিন লড়াই

ইন্দু ৩
নতুন রহস্য। রহস্যের গর্ভে রহস্য। সবার মনের মধ্যে ঘাপটি মেরে আছে অন্ধকার। দেখাবে ‘ইন্দু ৩’। আগের দুই সিজন ব্যাপক সাফল্য পেয়েছিল। এবারও তার ব্যতিক্রম হবে না। সাহানা দত্তের সৃজনশীল ভাবনাকে অসাধারণ দক্ষতায় সাজিয়েছেন পরিচালক অয়ন চক্রবর্তী। দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ঈশা সাহা, সুহোত্র মুখোপাধ্যায়। এঁরা ইতিমধ্যেই পরীক্ষিত, প্রতিষ্ঠিত। পর্দায় একসঙ্গে আসা মানেই মুঠোয় সাফল্য। এছাড়াও আছেন মানালি, মনীষা দে, মানসী সিনহা, পায়েল দে, মিমি দত্ত, যুধাজিৎ সরকার, তনিকা বসু প্রমুখ। কাহিনির কেন্দ্রে দাশগুপ্ত পরিবার। এই পরিবারককে নাড়া দিয়ে যায় একটি খুনের ঘটনা। সুজাত যে নির্দোষ, সেটা প্রমাণের জন্য তার পিছনে থেকে যান ইন্দু। বেনামী হুমকি, বিষপ্রয়োগ এবং বিপজ্জনক মিথ্যাচারের মাধ্যমে শেষ অধ্যায়টি জমে ওঠে, যা দর্শকদের রোমাঞ্চিত করবে।

নিশির ডাক
নিশি নেই। নিশি বলে কিছু হয় না। তবু যেন কিছু একটা আছে। দেখাবে জয়দীপ মুখোপাধ্যায় পরিচালিত নতুন সিরিজ ‘নিশির ডাক’। এই নতুন ভৌতিক গল্পে অভিনয় করছেন শ্রীজা দত্ত, সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়। গল্পটা কীরকম? ছয় বন্ধু একটি শান্ত নির্জন শহরে ঘুরে বেড়ায়। খোঁজ করে একজন প্রায় হারিয়ে যাওয়া গায়কের। তারা একটি মারাত্মক ঘটনার মুখোমুখি হয়। তাদের জীবনে অভিশাপের অন্ধকার নেমে আসে। ‘নিশির ডাক’ হল লোককাহিনি এবং ভয়ের এক মিশ্রণ, যা শেষ চিৎকার পর্যন্ত দর্শকদের আটকে রাখবে।

অনুসন্ধান
দারুণ সাফল্য পেয়েছিল শুভশ্রী গঙ্গোপাধ্যায় অভিনীত ‘ইন্দুবালা ভাতের হোটেল’। এবার তাঁকে দেখা যাবে ‘অনুসন্ধান’-এ। সিরিজের পরিচালনায় অদিতি রায়। শুভশ্রীর পাশে দেখা যাবে সাহেব চট্টোপাধ্যায়কে। অন্যরকম কাহিনি। দেখা যায় একজন জেলবন্দি গর্ভবতীকে। মহিলা কারাগারে কোনও পুরুষ প্রবেশ করতে পারে না। একজন সাংবাদিক তদন্তে বেরিয়ে এমন এক গোপন রহস্যের উন্মোচন করেন, যা মুখোমুখি হতে কেউই প্রস্তুত নয়।

আরও পড়ুন-এসএসসি’র প্রথম দফা নির্বিঘ্নে, শান্তি নেই চিল-শকুনের

কালরাত্রি ২
অয়ন চক্রবর্তী পরিচালিত ‘কালরাত্রি ২’। অভিনয়ে সৌমিতৃষা। রোমাঞ্চকর কাহিনি। দেবী এবং ডিএসপি সাত্যকি সান্যাল সত্যের কাছাকাছি আসার সঙ্গে সঙ্গে দীর্ঘস্থায়ী এক গোপন রহস্য বেরিয়ে আসে। খুনির মুখোশ উন্মোচিত হয়। এই গল্প একটি শক্তিশালী এবং আবেগঘন সমাপ্তির প্রতিশ্রুতি দেয়।

কার্মা কোর্মা
প্রতিম ডি গুপ্ত পরিচালিত ‘কর্ম কোরমা’। তুলে ধরবে প্রতিশোধের গল্প। অভিনয়ে ঋতাভরী চক্রবর্তী, ঋত্বিক চক্রবর্তী, সোহিনী সরকার। কলকাতার একটি রান্নার কর্মশালায় সূচিত হবে দুই মহিলার বন্ধন। একজন আটকা পড়া সমাজকর্মী, অন্যজন ভাঙা স্বপ্নের গৃহিণী। ব্যথা, শক্তি এবং প্রতিশোধ নিয়ে দানা বাঁধছে একটি মনস্তাত্ত্বিক থ্রিলার।

ফেলুদার গোয়েন্দগিরি : রয়্যাল বেঙ্গল রহস্য
সত্যজিৎ রায়ের কাহিনি অবলম্বনে তৈরি হয়েছে কমলেশ্বর মুখোপাধ্যায় পরিচালিত ‘ফেলুদার গোয়েন্দগিরি : রয়্যাল বেঙ্গল রহস্য’। ফেলুদার চরিত্রে টোটা রায়চৌধুরী। জটায়ু অনির্বাণ চক্রবর্তী। তোপসে কল্পনা মিত্র। একটি বিশেষ চরিত্রে অভিনয় করছেন চিরঞ্জিত চক্রবর্তী। রহস্য সমাধানে ফেলুদাকে যেতে হয় উত্তরবঙ্গের জঙ্গলে। রহস্যময় মৃত্যু, রক্তমাখা তলোয়ার, গুপ্তধনের ফিসফিস এবং একটি বাঘ ফেলুদার মগজাস্ত্রকে সক্রিয় করে তোলে। সমাধান হয় জটিল রহস্যের।

Jago Bangla

Recent Posts

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

23 minutes ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

47 minutes ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

51 minutes ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

59 minutes ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

1 hour ago

হাড় নিরাময়কারী আঠা

অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…

1 hour ago