সংবাদদাতা, পাথরপ্রতিমা : রায়দিঘির পর বাঘের আতঙ্ক এবার পাথরপ্রতিমাতে। বন দফতরের আশঙ্কা ছিল বাঘ স্থান পরিবর্তন করেছে। গত শুক্রবার রায়দিঘির দমকল হালদার পাড়ার পার্শ্ববর্তী জঙ্গলে ঢুকে পড়া বাঘ চলে এল পাথরপ্রতিমার পূর্ব সুরেন্দ্রনগরের বনঘেরি এলাকার পার্শ্ববর্তী জঙ্গলে। শনিবার রাতে জঙ্গল থেকে একাধিকবার তীব্র গর্জন শুনে বাঘের উপস্থিতি বুঝতে পারেন এলাকার বাসিন্দারা। রবিবার সকালে কিছু গ্রামবাসী জঙ্গল সংলগ্ন ঠাকুরান নদীর চরে গিয়ে দুটি বাঘের পায়ের ছাপ দেখতে পান।
আরও পড়ুন-উদ্ধার বিরল ৬৫০ কচ্ছপ
বাঘের পায়ের ছাপ দেখার পর থেকে আতঙ্ক ছড়িয়ে পড়ে গ্রামবাসীদের মধ্যে। খবর দেওয়া হয় বন দফতরের কুয়েমুড়ি বিট অফিস সহ রায়দিঘি ও রামগঙ্গা রেঞ্জ অফিসে। খবর পেয়ে তড়িঘড়ি বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে বাঘের পায়ের ছাপ ধরে বাঘ দুটির অবস্থান জানার চেষ্টা চালাচ্ছে। যদিও এদিন সকাল হওয়ার পর থেকে বাঘের কোনও গর্জন শোনা যায়নি। তবে বনকর্মীরা সকাল থেকে জঙ্গলের মধ্যে তল্লাশি অভিযান চালাচ্ছে। বাঘের আতঙ্কের জেরে স্থানীয় মানুষেরা ঘরবন্দি হয়ে পড়েছেন।
জরুরি কাজ ছাড়া বাসিন্দাদের কেউ বাড়ির বাইরে বের হচ্ছেন না। শনিবার বিকেলে দুটি বাঘকে জঙ্গলের মধ্যে পাশাপাশি বসে থাকতে দেখে মোবাইলে ছবি তোলেন এক মৎস্যজীবী। রাত পাহারা দেবেন এলাকার বাসিন্দারা।