বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে (Abhijit Ganguly) নাম না করে এবার আক্রমণ আইনজীবীদের একাংশের। সোমবার, কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) প্রধান বিচারপতির এজলাসে বহু আইনজীবীর সঙ্গে হাইকোর্টের বার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট অরুণাভ ঘোষ (Arunabha Ghosh) এই মর্মে নালিশ করেন। তাঁদের অভিযোগ, “কয়েকটি মামলায় রায় দিয়ে একজন বিচারপতি দেখাচ্ছেন একমাত্র উনিই মানুষের পক্ষে, বাকি বিচারপতিরা মানুষের বিপক্ষে।” নির্দিষ্ট একটি বেঞ্চের বিচার্য বিষয়ে বদলেরও দাবি জানিয়েছেন আইনজীবীরা। প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব বিষয়টি ভেবে দেখার আশ্বাস দিয়েছেন। পালটা ওই আইনজীবীদের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করার হুঁশিয়ারি দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।
সম্প্রতি বেশ কয়েকটি বিষয়ে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের সঙ্গে এজালসের মধ্যে রীতিমতো ঝগড়া হয় অরুণাভ ঘোষের। এই পরিস্থিতিতেই নাম না করে প্রধান বিচারপতির কাছে নির্দিষ্ট একটি বেঞ্চের বিরুদ্ধে নালিশ করলেন তিনি। অরুণাভর অভিযোগ, ‘‘সব মামলাকে সমান গুরুত্ব দেওয়া হচ্ছে না। কয়েকটি মামলায় উনি এমন নির্দেশ দিচ্ছেন, যেন তিনি একাই মানুষের পক্ষে। বাকি বিচারপতিরা মানুষের বিপক্ষে।’’ আইনজীবীদের অনেকে মনে করছেন, অরুণাভ আসলে বিচারপতি গঙ্গোপাধ্যায়কেই নিশানা করেছেন।
রয়েকদিন আগেই একটি মামলায় কোর্ট রুমে ভিডিয়োগ্রাফির অনুমতি দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। এদিন, বর্ষীয়ান আইনজীবী বলেন, ‘‘আদালতের মধ্যে ভিডিয়োগ্রাফি হচ্ছে। সংবাদ মাধ্যমকে নিয়ন্ত্রণ করা প্রয়োজন।’’ বিষয়টি নিয়ে কোনও সিদ্ধান্ত জানাননি প্রধান বিচারপতি। তিনি শুধু বলেন, ‘‘আদালতের গরিমা রক্ষার দায় আইনজীবী এবং বিচারপতি-দুপক্ষেই। বিষয়টি দেখছি।‘‘