অনির্বাণ কর্মকার, দুর্গাপুর: দিঘার নবনির্মিত জগন্নাথধাম এবার দর্শন করা যাবে দুর্গাপুর শিল্পাঞ্চলেই। দুর্গাপুরেও তৈরি হচ্ছে দিঘার আদলে জগন্নাথধাম মণ্ডপ। মন্দির দর্শনের পাশাপাশি দর্শনার্থীরা জগন্নাথদেবের মহাপ্রসাদও পেয়ে যাবেন। হাজির থাকবেন ইসকন মন্দিরের সন্ন্যাসী ও ভক্তের দল। মণ্ডপটি গড়ে তুলছে দুর্গাপুরের শংকরপুর সর্বজনীন দুর্গাপুজো কমিটি। তাদের পুজোর এই বছরের থিম দিঘার জগন্নাথ মন্দির। এবার এই পুজোর ২৬তম বর্ষ।
আরও পড়ুন-আটাত্তরকে হার মানাল এবারের মেঘভাঙা বৃষ্টি
পুজো কমিটি সূত্রে জানা গিয়েছে, দীর্ঘ ২৪ বছর ধরে সাধারণভাবে পুজো হত এলাকায়। গত বছর রজতজয়ন্তী বর্ষে থিম পুজোর শুরু। এই বছরেও দর্শকদের নতুন কিছু উপহার দেওয়ার তাগিদে দিঘার জগন্নাথধামের আদলে পুজোমণ্ডপ তৈরির চিন্তাভাবনা নেন উদ্যোক্তারা। দিঘার নবনির্মিত জগন্নাথধাম মানুষের মধ্যে বিপুল জনপ্রিয়তা অর্জন করায় এ বছর তাঁদের মণ্ডপটিও আকর্ষণের কেন্দ্রবিন্দু এবং সেরার সেরা হয়ে উঠবে বলে আশাবাদী পুজো উদ্যোক্তারা। পাশাপাশি দুর্গাপুর ইসকন মন্দিরের প্রভু-সহ ভক্তরা হাজির থেকে মণ্ডপের পরিবেশ মনোরম করে তুলতে সাহায্য করবেন। তাই আকর্ষণীয় এই মণ্ডপ দেখতে শিল্পশহরে ভিড় জমাবেন দর্শনার্থীরা।