ফুসফুস ওপেন না করে শ্বাসনালি থেকে বের করা হল পেনের ঢাকনা

নয়া পদ্ধতিতে প্রথম সফল অস্ত্রোপচার

Must read

সুনীতা সিং, বর্ধমান: ফুসফুসের ওপেন অপারেশন না করে শ্বাসনালির পাশে গলায় ফুটো করে নেজাল এন্ডোস্কোপের মাধ্যমে শ্বাসনালিতে আটকে যাওয়া পেনের ঢাকনা বের করলেন বর্ধমান (Bardhaman) হাসপাতালের চিকিৎসকেরা। নতুন চিকিৎসা পদ্ধতি হওয়ায় এটি এবার মেডিক্যাল জার্নালে প্রকাশ করার চিন্তাভাবনা করছেন চিকিৎসকরা। ৭ ফেব্রুয়ারি শ্বাসনালিতে পেনের ঢাকনা আটকে গিয়ে আশঙ্কাজনক অবস্থায় আরামবাগ মেডিক্যাল কলেজ থেকে বর্ধমান (Bardhaman) হাসপাতালে রেফার করা হয় আরামবাগের হাজিপুরের ৭ বছরের শিশু বাবুলাল হোসেনকে। এমন হলে সাধারণ নিয়ম অনুযায়ী বঙ্কোস্কোপি করে শ্বাসনালিতে আটকে থাকা ঢাকনা বের করার চেষ্টা করেন চিকিৎসকেরা। কিন্তু গলায় আড়াআড়িভাবে আটকে থাকায় সেটি বের করতে ব্যর্থ হন চিকিৎসকরা। বঙ্কোস্কোপি করে গলায় আটকে থাকা কোনও কিছু বের না হলে সাধারণত ফুসফুস ওপেন করে অপারেশন করতে হয়। এই অবস্থায় শিশুটিকে স্থানান্তর করতে হত ফুসুফুস ওপেন করে অপারেশন করা হয় এমন পরিকাঠামোযুক্ত হাসপাতালে। কিন্তু শিশুটির শারীরিক অবস্থায় তাকে স্থানান্তর করলে জীবনহানি হতে পারত। এরপরই চিকিৎসক ঋতম রায়, অসীম সরকার, শুভদীপ সরকার, বিকাশ বিষয়ী-সহ চিকিৎসক দল ভাবনা শুরু করেন ফুসফুসের ওপেন অপারেশন না করে কীভাবে শিশুটিকে বাঁচানো যায়। এরপরই তাঁরা শ্বাসনালির সামনে ফুটো করে নতুন পদ্ধতিতে গলায় আটকে থাকা পেনের ঢাকনা নেজাল এন্ডোস্কোপ দিয়ে বের করেন। বিশিষ্ট চিকিৎসক ঋতম রায় জানান, ফুসফুস ওপেন না করেও এই পদ্ধতিতে অপারেশন চিকিৎসা বিজ্ঞানে এই প্রথম। তাই অপারেশন পদ্ধতিটি মেডিক্যাল জার্নালে প্রকাশ করার চিন্তাভাবনা চলছে। বর্ধমান মেডিক্যালের সুপার তাপসকুমার ঘোষ জানান, এই ধরনের অস্ত্রোপচার বর্ধমান হাসপাতালে প্রথম। আমাদের ডাক্তারবাবুরা ফুসফুসের ওপেন সার্জারি না করে নতুন পদ্ধতিতে অস্ত্রোপচার করে শিশুটিকে বাঁচিয়ে সাড়া
ফেলে দিয়েছেন।

আরও পড়ুন- অশান্তির মাঝে মুখ্যমন্ত্রী খুঁজতে ব্যর্থ বিজেপি! মণিপুরে জারি রাষ্ট্রপতি শাসন

Latest article