মুখ্যমন্ত্রীর নির্দেশে স্থায়ী সেতু তৈরি হয়ে গিয়েছে

সাধারণ মানুষের এই সমস্যার কথা শুনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্থায়ী ব্রিজ নির্মাণের উদ্যোগ নেন। দ্রুততার সঙ্গে শুরু হয় নির্মাণের কাজ।

Must read

সংবাদদাতা, কাঁকসা : কাঁকসার শিবপুর থেকে বীরভূমের জয়দেবে যাওয়ার একটি মাধ্যম অজয় নদের উপর অস্থায়ী সেতু। বালি-মাটি দিয়ে তৈরি সেই সেতু প্রতি বছর বর্ষায় ভেসে যায়। তাতে সমস্যায় পড়তে হয় এলাকার মানুষকে। দুই জেলার মধ্যে সড়কপথে যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে পড়ে। পরে অজয় নদে জলস্তর বেড়ে যাওয়ার ফলে যোগাযোগের জন্য বীরভূম জেলা প্রশাসনের পক্ষ থেকে যাতায়াতের জন্য নৌকার ব্যবস্থা করা হয়। সাধারণ মানুষের এই সমস্যার কথা শুনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্থায়ী ব্রিজ নির্মাণের উদ্যোগ নেন। দ্রুততার সঙ্গে শুরু হয় নির্মাণের কাজ। কাজ প্রায় শেষ। শিগগিরই সাধারণের জন্য খুলে দেওয়া হবে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।

আরও পড়ুন-খড়্গপুর হাসপাতালের নতুন ভবনে হবে মা-শিশুদের জন্য পূর্ণাঙ্গ হাব

যদিও গত কয়েকদিন ধরে নিম্নচাপের ফলে বিহার ও ঝাড়খণ্ডের বৃষ্টিতে অজয়ের জলস্তর বাড়ায় কাঁকসার শিবপুর থেকে জয়দেব যাওয়ার অস্থায়ী সেতু প্রতি বছরের মতো ভেসে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। সেতুর বেশ কয়েক জায়গায় মাটি ছেড়ে গিয়েছে। ঝুঁকি নিয়েই চলছে ভারী যানচলাচল। হঠাৎ করে সেতু জলের তোড়ে ভেসে গেলে সমস্যায় পড়তে হবে দুই জেলার মানুষকে। কাঁকসা পঞ্চায়েত সমিতির সভাপতি ভবানী ভট্টাচার্য জানিয়েছেন, এখনই আতঙ্কিত হওয়ার কারণ নেই। দুই জেলার প্রশাসন যথেষ্ট সতর্ক রয়েছে। বিপদ বুঝলেই ওই সেতু দিয়ে যান চলাচল বন্ধ করে দেওয়া হবে। অস্থায়ী সেতুর রক্ষণাবেক্ষণ বীরভূম জেলা প্রশাসন করে। পশ্চিম বর্ধমান জেলা প্রশাসনও নজরদারি চালায়। তবে স্থায়ী ব্রিজ দিয়ে যানবাহন চলাচল শুরু হয়ে গেলে আর কোনও চিন্তা থাকবে না। এই বিষয়ে মঙ্গলবার বিকেলে কাঁকসা থানার মলানদিঘি ফাঁড়িতে প্রশাসনিক বৈঠক হয়, জানিয়েছেন তিনি। পঞ্চায়েতমন্ত্রী প্রদীপ মজুমদার জানিয়েছেন, দ্রুত স্থায়ী ব্রিজ দিয়ে যাতায়াত শুরু হয়ে যাবে। মুখ্যমন্ত্রীর চেষ্টায় দুই জেলার একটা বড় সমস্যা সমাধান হয়ে যাবে।

Latest article