কৈলাস মিশ্রর নাম করে ব্যবসায়ীর থেকে টাকা তোলার অভিযোগ, গ্রেফতার

Must read

হাওড়া সদর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি কৈলাস মিশ্রর (Kailash Mishra) নাম করে ফোনে ব্যবসায়ীর কাছ থেকে টাকা চাওয়ার অভিযোগে গ্রেফতার এক প্রতারক। পুলিশ জানায়, ধৃতের নাম গৌরিশঙ্কর গুপ্ত। বালির বাসিন্দা। শিবপুর এলাকার এক ব্যবসায়ীকে কৈলাস মিশ্রর নাম করে সে মোটা অঙ্কের টাকা দাবি করে বলে অভিযোগ। ফোন পেয়েই ব্যবসায়ীর সন্দেহ হওয়ায় তিনি যুব তৃণমূল নেতা কৈলাস মিশ্র-সহ স্থানীয় যুব তৃণমূল নেতৃত্বকে বিষয়টি জানান। এরপরই শুক্রবার ফাঁদ পেতে টাকা দেবার নাম করে ওই প্রতারককে জগাছা থানার রামরাজাতলা এলাকায় ডেকে আনেন ওই ব্যবসায়ী। সেখানে আগে থেকেই সাদা পোশাকে অপেক্ষা করছিল পুলিশ। ছিলেন এলাকার যুব তৃণমূলের কর্মীরা। টাকা নেওয়ার জন্য ওই প্রতারক সেখানে আসতেই তার হাতে খামে ভরে টাকা তুলে দেন ওই ব্যবসায়ী। টাকার খাম নেওয়ার সঙ্গে সঙ্গেই যুব তৃণমূলের কর্মীরা তাকে নিয়ে পুলিশের হাতে তুলে দেন। এরপর ওই ব্যবসায়ীর অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত যুবককে গ্রেফতার করেন। হাওড়া সদর যুব তৃণমূলের সভাপতি কৈলাস মিশ্রও এই বিষয়ে পুলিশে অভিযোগ জানিয়েছেন। কৈলাস মিশ্র (Kailash Mishra) বলেন, ‘এই ধরনের ঘটনা কোথাও ঘটলে দ্রুত কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য পুলিশকে বলেছি। দল বা দলের কোনও নেতার কেউ টাকা তুললে তৎক্ষণাৎ তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে।’

আরও পড়ুন: ঝাড়গ্রামে উদ্ধার দ্বিতীয় বিশ্বযুদ্ধের বোমা! জানালেন মুখ্যমন্ত্রী

Latest article