বন্দে ভারত (Vande Bharat) ট্রেনের পরিষেবা নিয়ে প্রথম থেকেই অভিযোগ এর শেষ ছিল না। সরব হয়েছিলেন যাত্রীরা। এবার বন্দে ভারতের মেনু (menu) নিয়ে বিস্ফোরক অভিযোগ তুললেন এক রেলযাত্রী। তিনি ভিডিয়ো পোস্ট করে জানিয়েছিলেন, বন্দে ভারতে যে খাবার পরিবেশন করা হয়েছিল তার মধ্য়ে একটি পলিথিনের টুকরো ছিল। যাত্রীর দাবি রবিবার দিল্লি-ভূপাল বন্দে ভারত ট্রেনের খাবারে তিনি খাবার সময় একটি পলিথিন পেয়েছেন। প্রসঙ্গত তিনি রানি কমলাপতি থেকে গোয়াালিয়র যাত্রা করছিলেন।
আরও পড়ুন-‘আপনাদের জন্য রাজ্য সরকারের ভাবমূর্তি নষ্ট হচ্ছে’, CESC-কে ভর্ৎসনা অরূপ বিশ্বাসের
তিনি জানান, অ্যালুমিনিয়ামে ফয়েলে খাবার দেওয়া হয়েছিল। পনিরের তরকারি ছিল। খাওয়ার সময় তিনি দেখতে পান পনিরের তরকারিতে পলিথিনের টুকরো রয়েছে। একটি চামচে করে তিনি পনিরের তরকারি থেকে পলিথিনের টুকরো ফেলে দেন। সেই ভিডিয়ো টুইট করেন তিনি।রেলের ক্যাটারিং কর্তৃপক্ষের কাছে তিনি অভিযোগ করেছিলেন, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকেও ট্য়াগ করেন ওই পোস্টে।
আরও পড়ুন-নিরাপত্তা বাড়ল বিধায়ক শওকত মোল্লার
বন্দে ভারতের খাবারের মেনুতে পলিথিনের টুকরো পাওয়ার ঘটনার ভিডিও ভাইরাল হতেই শোরগোল পড়ে যায়। লিখিত অভিযোগ করা হয়েছিল। পনিরের ডিশে ৪X৪ সাইজের একটি পলিথিনের টুকরো ছিল। ঝাঁসি স্টেশন পেরোনোর পরে রাত আটটা নাগাদ এই রাতের খাবার দেওয়া হয়েছিল। রেলওয়ে সেবা টুইটের উত্তর দিয়েছিল।
আরও পড়ুন-শিয়ালদহ—বনগাঁ শাখায় ট্রেন বিভ্রাট, প্রশ্ন উঠছে রেলের রক্ষণাবেক্ষণ নিয়ে
প্রসঙ্গত রেলের ইতিহাসে দ্রুত গতি সম্পন্ন অন্যতম পালক হল এই বন্দে ভারত। টিকিটের দাম নেহাত কম নয়। সেই বন্দে ভারতের মেনু নিয়ে বা অন্যান্য পরিষেবা নিয়ে বিস্তর অভিযোগ চলছেই।