সমুদ্রে স্বাগত জানাল একঝাঁক ডলফিন

সুনীতা উইলিয়ামস আর বুচ উইলমোরের মহাকাশ থেকে প্রত্যাবর্তন ঘিরে উত্তাপ ছড়াল আমেরিকার রাজনীতিতে

Must read

প্রতিবেদন: সুনীতা উইলিয়ামস আর বুচ উইলমোরের মহাকাশ থেকে প্রত্যাবর্তন ঘিরে উত্তাপ ছড়াল আমেরিকার রাজনীতিতে। আটদিনের বদলে তাঁদের ২৮৬ দিন মহাকাশে কাটাতে বাধ্য হওয়ার পিছনে পূর্বসূরি জো বাইডেনের নিষ্ক্রিয়তাকে সরাসরি দায়ী করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সুনীতারা নিরাপদে পৃথিবীতে ফিরতেই ট্রাম্প বলেন, কথা দিয়েছিলাম ওঁদের মহাকাশ থেকে ফিরিয়ে আনব। সেই প্রতিশ্রুতি রক্ষা করেছি। সুনীতা উইলিয়ামস এবং বুচ উইলমোরকে নিরাপদে পৃথিবীতে ফেরানোর কৃতিত্ব নিজের কাঁধে নেওয়ার পাশাপাশি পূর্বসূরি জো বাইডেনকেও কটাক্ষ করতে ছাড়েননি তিনি।

আরও পড়ুন-দুই জেলায় পুরসভার উদ্যোগে একাধিক উন্নয়নমূলক কাজ, অ্যানিমেল ক্রিম্যাটোরিয়াম

হোয়াইট হাউসের এক্স হ্যান্ডলে লেখা হয়, মহাকাশে ন’মাস ধরে আটকে থাকা সুনীতা উইলিয়ামসদের ফিরিয়ে আনা হল। প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। প্রতিশ্রুতি রক্ষা করা হয়েছে। সেইসঙ্গে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বাইডেনকে কটাক্ষ করতেও ছাড়েননি ট্রাম্প। সুনীতাদের ফিরিয়ে আনতে প্রাক্তন প্রেসিডেন্ট উদাসীন ছিলেন বলে উল্লেখ করে ট্রাম্প বলেন, বাইডেন ওঁদের (সুনীতা এবং বুচ) ফিরিয়ে আনতে পারেননি। ইলন মাস্ককে অনুরোধ করেছিলাম ওঁদের ফিরিয়ে আনতেই হবে। সুনীতা ও বুচ ফিরেছেন। ওঁদের এখন সুস্থ হতে হবে। সুস্থ হয়ে উঠলে হোয়াইট হাউসের ওভাল অফিসে আমন্ত্রণ জানানো হবে।

Latest article