বাসের ধাক্কায় রেডরোডে গুরুতর আহত পুলিশ অফিসার

১৯৯৬ সালে ব্যাচের এই অফিসারের রিপন স্ট্রিটে অফিস। যে বাসটি ধাক্কা মেরেছে, সেটিকে খুঁজে বের করার চেষ্টা শুরু হয়েছে।

Must read

আজ রবিবার ছুটির দিনে শহর কলকাতায় (Kolkata) ফের দুর্ঘটনা। এবার আহত এক পুলিশ অফিসার। রেডরোড এলাকায় ওই পুলিশ অফিসারকে একটি বাস ধাক্কা মারে। জানা গিয়েছে, আজ বেলা ১টা নাগাদ সন্তোষ রায় নামে কলকাতা পুলিশের ওয়্যারলেস ব্র্যাঞ্চে কর্মরত এই অফিসারকে একটি বাস ধাক্কা মারে। ১৯৯৬ সালে ব্যাচের এই অফিসারের রিপন স্ট্রিটে অফিস। যে বাসটি ধাক্কা মেরেছে, সেটিকে খুঁজে বের করার চেষ্টা শুরু হয়েছে।

খবর পাওয়া মাত্রই দ্রুত তাঁকে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই আপাতত তিনি চিকিৎসাধীন। ঘটনার জেরে শহর জুড়েই বেশ চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পথ দুর্ঘটনায় পুলিশকর্মী আহত হওয়ার ঘটনা নতুন নয়। কিছুদিন আগে ডিউটি করে বাড়ি ফেরার সময় হুগলিতে পথ দুর্ঘটনায় মৃত্যু হয় কৃষ্ণচন্দ্র মালিক (৫৫) নামের এক পুলিশ কর্মীর। চন্দননগর কমিশনারেটের ট্রাফিক বিভাগে কনস্টেবল পদে কর্মরত ছিলেন তিনি। গত জুন মাসে হাওড়ার সাঁতরাগাছি স্টেশনের কাছে বাসের চাকায় মৃত্যু হয় আরও এক ট্র্যাফিক পুলিশ কর্মীর।

Latest article