বর্ষার শুরুতে এবার উত্তর ভারত প্রকৃতির রুদ্র রূপ দেখছে। বাদ যায়নি হিমাচল প্রদেশও (Himachal Pradesh)। সিমলা, কুলু, মানালি, মান্ডি- একের পর এক জায়গায় হড়পা বান, ধস নামছে ক্রমাগত। প্রকৃতির রোষে পড়েছে নদী। প্রচন্ড জলের স্রোতে ঘর-বাড়ি থেকে মানুষ ভেসে যাচ্ছে। সেই রাজ্যে মৃতের সংখ্যা ৫০-র গণ্ডি পার করে ফেলেছে। এই অবস্থায় রবিবার বন্যা বিধ্বস্ত মান্ডি পরিদর্শনে যান সাংসদ কঙ্গনা রানাউত। সেখানে তাঁকে মানুষের বিপর্যয়ে পাশে দাঁড়ানোর বিষয়ে প্রশ্ন করা হলে কঙ্গনা দিলেন অদ্ভুত যুক্তি। তিনি স্পষ্ট করেই জানিয়ে দিলেন, বিপর্যয় মোকাবিলার জন্য কোনও ফান্ড তাঁর নেই। না আছে ক্যাবিনেট পোস্ট। সাংসদদের কাজ সংসদেই সীমাবদ্ধ। তিনি খুবই ক্ষুদ্র। তবে তিনি কেন্দ্র থেকে বিপর্যয় মোকাবিলা ফান্ড পাইয়ে দিতে সাহায্য করতে পারেন।
প্রসঙ্গত, অনেক আশা নিয়েই ভোট দিয়ে সাংসদ নির্বাচিত করা হয়েছিল অভিনেত্রী কঙ্গনা রানাউতকে। কিন্তু সেখানে মানুষের জীবনে বিপদ ঘনিয়ে আসতেই হাত তুলে নিলেন অভিনেত্রী। সাফ জানিয়ে দিলেন তাঁর কোনও ক্যাবিনেট পদ নেই। এমনকি বিপর্যয় মোকাবিলার ফান্ডও নেই। বিধ্বস্ত হিমাচলের পরিস্থিতি দেখতে গিয়ে বিজেপি সাংসদ তথা অভিনেত্রী কঙ্গনা রানাউতের এহেন মন্তব্যে রীতিমত ক্ষুব্ধ এলাকাবাসী। পাল্টা বন্যা দুর্গতদের দুর্দশার জন্য তিনি কংগ্রেস সরকারকে দুষলেন। মেঘভাঙা বৃষ্টিতে যারা প্রাণ হারিয়েছেন বা যারা আহত হয়েছেন তাদের রাজ্য সরকার কোনও ত্রাণ দেয়নি বলেই অভিযোগ করেন কঙ্গনা।