বাংলার সংস্কৃতিকে তুলে ধরে বিজেপিকে মোক্ষম জবাব

এই বছর ষষ্ট তম বর্ষে তালপাতার হাতপাখার, কুলো, মাদুর, গামছা, ঝুড়ি এবং বাংলার হারিয়ে যেতে চলা হস্তশিল্প ও চিত্রশিল্প দিয়ে তৈরি হয়েছে মন্ডপ

Must read

সংবাদদাতা, নিউটাউন : বর্তমানে হালফিলের যুগে হারিয়ে যাচ্ছে বাংলার সংস্কৃতি। এবার হারিয়ে যাওয়া সেই সংস্কৃতিকেই পূজা মন্ডপে তুলে ধরছে নিউটাউনের তীর্থঙ্কর হাউজিং কালীপূজো কমিটি। তৃণমূল কংগ্রেসের এসসি ওবিসি সেলের রাজ্যের সাধারণ সম্পাদক ও হিন্দু প্রকষ্ঠের উত্তর ২৪ পরগনা জেলা সহ সভাপতি অমরনাথ প্রসাদ এই কালীপূজোর উদ্যোক্তা। এই পুজোতে শুভেচ্ছা জানিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে বার্তা পাঠিয়েছেন। পুজো মন্ডপের উদ্বোধন করেছেন রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। এছাড়াও উপস্থিত ছিলেন বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ, বসিরহাট দক্ষিনের বিধায়ক ডাঃ সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্যরা। পুজোর পাশাপশি যেমন থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান, তেমনই প্রায় হাজারের বেশি মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হবে।

আরও পড়ুন-চুরি করা ‘খুকি মা’ বদলে দিয়েছিল দয়ালের জীবন

এই বছর ষষ্ট তম বর্ষে তালপাতার হাতপাখার, কুলো, মাদুর, গামছা, ঝুড়ি এবং বাংলার হারিয়ে যেতে চলা হস্তশিল্প ও চিত্রশিল্প দিয়ে তৈরি হয়েছে মন্ডপ। সঙ্গে রয়েছে সামঞ্জস্যপূর্ণ আলোকসজ্জা। রথীন ঘোষ বলেন, এই আলোর উৎসবের মধ্যে দিয়ে বাংলার কৃষ্টি সংস্কৃতি যেভাবে তুলে ধরা হয়েছে তা প্রশংসনীয়। অমরনাথ প্রসাদ বলেন, বিজেপি শাসিত রাজ্যে বাংলা ও বাঙ্গালীদের উপর অত্যাচার চালানো হচ্ছে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে। বারবার বিজেপিরা বাংলার শিক্ষা, সংস্কৃতি, কৃষ্টির উপর আঘাত হানার চেষ্টা চলছে। দলনেত্রীর মমতা বন্দ্যোপাধ্যায় ও সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপির এই ঘৃণ্য চক্রান্তের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন। পাশাপাশি তাদের নির্দেশে তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা রাস্তায় নেমে প্রতিবাদ করছে। সেই আবহে এই মণ্ডপসজ্জা মধ্যে দিয়ে বিজেপি বাংলা বিরোধী চক্রান্তের বিরুদ্ধে প্রতিকি প্রতিবাদ জানানোর চেষ্টা করেছি।

Latest article