সংবাদদাতা, নদিয়া : রাজ্যের প্রতিটি কোনায় কোনায় উন্নয়ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে। বৃহস্পতিবার এক দিনে ২০ হাজার ৩০ কিমির মেগা রোড প্রজেক্টের সূচনা উন্নয়নের তালিকায় নজির হয়ে থাকল। এদিন কৃষ্ণনগর থেকে ‘পথশ্রী’ ও ‘রাস্তাশ্রী’ প্রকল্পের রাস্তাগুলির ভিডিও কনফারেন্সের মাধ্যমে কাজের সূচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
আরও পড়ুন-মাতঙ্গিনীর অপমান সংসদে: প্রতিবাদে সরব মুখ্যমন্ত্রী
সূচনার পর কেন্দ্রের অসহযোগিতা ও বঞ্চনার বিরুদ্ধে উষ্মা প্রকাশ করে মুখ্যমন্ত্রী বলেন, কেন্দ্র সরকার টাকা বন্ধ করেছে। বঞ্চনা করেছে। রাজ্যের উন্নয়ন কিন্তু থেমে থাকেনি বরং এগিয়ে চলেছে। এক দিনে ২০ হাজার কিলোমিটার নতুন রাস্তার উদ্বোধন করলাম। কেন্দ্রীয় সরকার টাকা বন্ধের পরও ৩৯ হাজার করেছিলাম। এ-নিয়ে মোট ১ লক্ষ ৮৩ হাজার কিলোমিটার রাস্তা করেছি আমরা। এর মধ্যে রয়েছে, ৩৬১টি প্রধান ও মাঝারি সেতুও। উন্নয়নের দিক থেকে রাজ্য ১ নম্বর ছিলে, ১ নম্বর থাকবে। চক্রান্ত করেও উন্নয়ন আটকানো যাবে না। এদিন মুখ্যমন্ত্রী কৃষ্ণনগর সরকারি মহাবিদ্যালয়ের গাবতলা ময়দান থেকে ‘পথশ্রী’ ও ‘রাস্তাশ্রী’ ট্যাবলোরও উদ্বোধন করেন। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, সমগ্র নদিয়া জেলায় মোট ৮০৮ কিলোমিটার রাস্তা গ্রামাঞ্চলের জন্য এবং শহরাঞ্চলের জন্য ১৬৭ কিলোমিটার রাস্তার প্রকল্পের শুভ সূচনা করেন মুখ্যমন্ত্রী। প্রকল্পের সূচনা অনুষ্ঠানে ছিলেন রাজ্যের মুখ্যসচিব ড. মনোজ পন্থ, পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস, কৃষ্ণনগর লোকসভার সাংসদ মহুয়া মৈত্র, নদিয়া জেলা পরিষদের সভাধিপতি তারান্নুম সুলতানা মির, নদিয়ার জেলাশাসক অনীশ দাশগুপ্ত-সহ অন্য প্রশাসনিক আধিকারিকেরা। নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী ‘পথশ্রী’ ও ‘রাস্তাশ্রী’ প্রকল্পের মাধ্যমে গ্রামীণ মানুষের যোগাযোগ ব্যবস্থা আরও সুগম হবে বলে জানান প্রশাসনিক আধিকারিকেরা।

