বঙ্গ

উন্নয়নে নজির, একদিনে ২০ হাজার ৩০ কিমি রোড প্রজেক্টের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

সংবাদদাতা, নদিয়া : রাজ্যের প্রতিটি কোনায় কোনায় উন্নয়ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে। বৃহস্পতিবার এক দিনে ২০ হাজার ৩০ কিমির মেগা রোড প্রজেক্টের সূচনা উন্নয়নের তালিকায় নজির হয়ে থাকল। এদিন কৃষ্ণনগর থেকে ‘পথশ্রী’ ও ‘রাস্তাশ্রী’ প্রকল্পের রাস্তাগুলির ভিডিও কনফারেন্সের মাধ্যমে কাজের সূচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

আরও পড়ুন-মাতঙ্গিনীর অপমান সংসদে: প্রতিবাদে সরব মুখ্যমন্ত্রী

সূচনার পর কেন্দ্রের অসহযোগিতা ও বঞ্চনার বিরুদ্ধে উষ্মা প্রকাশ করে মুখ্যমন্ত্রী বলেন, কেন্দ্র সরকার টাকা বন্ধ করেছে। বঞ্চনা করেছে। রাজ্যের উন্নয়ন কিন্তু থেমে থাকেনি বরং এগিয়ে চলেছে। এক দিনে ২০ হাজার কিলোমিটার নতুন রাস্তার উদ্বোধন করলাম। কেন্দ্রীয় সরকার টাকা বন্ধের পরও ৩৯ হাজার করেছিলাম। এ-নিয়ে মোট ১ লক্ষ ৮৩ হাজার কিলোমিটার রাস্তা করেছি আমরা। এর মধ্যে রয়েছে, ৩৬১টি প্রধান ও মাঝারি সেতুও। উন্নয়নের দিক থেকে রাজ্য ১ নম্বর ছিলে, ১ নম্বর থাকবে। চক্রান্ত করেও উন্নয়ন আটকানো যাবে না। এদিন মুখ্যমন্ত্রী কৃষ্ণনগর সরকারি মহাবিদ্যালয়ের গাবতলা ময়দান থেকে ‘পথশ্রী’ ও ‘রাস্তাশ্রী’ ট্যাবলোরও উদ্বোধন করেন। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, সমগ্র নদিয়া জেলায় মোট ৮০৮ কিলোমিটার রাস্তা গ্রামাঞ্চলের জন্য এবং শহরাঞ্চলের জন্য ১৬৭ কিলোমিটার রাস্তার প্রকল্পের শুভ সূচনা করেন মুখ্যমন্ত্রী। প্রকল্পের সূচনা অনুষ্ঠানে ছিলেন রাজ্যের মুখ্যসচিব ড. মনোজ পন্থ, পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস, কৃষ্ণনগর লোকসভার সাংসদ মহুয়া মৈত্র, নদিয়া জেলা পরিষদের সভাধিপতি তারান্নুম সুলতানা মির, নদিয়ার জেলাশাসক অনীশ দাশগুপ্ত-সহ অন্য প্রশাসনিক আধিকারিকেরা। নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী ‘পথশ্রী’ ও ‘রাস্তাশ্রী’ প্রকল্পের মাধ্যমে গ্রামীণ মানুষের যোগাযোগ ব্যবস্থা আরও সুগম হবে বলে জানান প্রশাসনিক আধিকারিকেরা।

Jago Bangla

Recent Posts

জানুয়ারিতেই দ্বিতীয় দফায় ইন্টারভিউ, বিজ্ঞপ্তি পর্ষদের

প্রতিবেদন: ১৩,৪২১ শূন্যপদের জন্য দ্বিতীয় দফার ইন্টারভিউর দিন ঘোষণা করল প্রাথমিক শিক্ষা পর্ষদ (West Bengal…

30 minutes ago

‘অনুমোদন’ পোর্টালের জাতীয় স্বীকৃতি, ডিজিটাল পরিকাঠামোয় পুরস্কৃত রাজ্য সরকার

রাজ্য সরকারের ডিজিটাল পরিষেবা উদ্যোগ আরও একবার জাতীয় স্বীকৃতি পেল। পশ্চিমবঙ্গ সরকারের ‘অনুমোদন’ (Anumodan) নামে…

50 minutes ago

রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্য, উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী

রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্যের কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। মঙ্গলবার নিজের…

2 hours ago

আরও একধাপ এগোলেন! ভ্যান্স-রুবিওকে সঙ্গে নিয়ে গ্রিনল্যান্ড দখল ট্রাম্পের

গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…

5 hours ago

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

8 hours ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

8 hours ago