উত্তরপ্রদেশের নয়ডায় (Noida) শিউরে ওঠা দুর্ঘটনা। মধ্যরাত বিলাসবহুল গাড়ির বেপরোয়া গতি পিষে দিল পাঁচ বছরের এক শিশুকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। এদিনের ঘাটনায় জখম হন আরও দু’জন। দুর্ঘটনার পরে পালানোরও চেষ্টা করেছিলেন চালক। তবে হাতেনাতে ধরে ফেলে এলাকার লোকজন। পুলিশ বাজেয়াপ্ত করে BMW গাড়িটি।
আরও পড়ুন-ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালামের প্রয়াণ দিবসে শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রীর
জানা গিয়েছে, নয়ডার সেক্টর ৩০-এ পিজিআই হাসপাতালের সামনে শনিবার রাতে প্রবল গতিতে একটি গাড়ি ছুটে এসে পিছন থেকে একটি স্কুটারে ধাক্কা মারে। চার চাকার গাড়িটির গতি এতটাই তীব্র ছিল যে স্কুটারটি ছিটকে যায়। স্কুটারে ছিলেন এক ব্যক্তি, এক মহিলা ও পাঁচ বছরের শিশু। স্কুটার থেকে ছিটকে পড়েন তিন জনই। ঘটনাস্থলেই মৃত্যু হয় শিশুটির। গাড়ির চালক পালানোর চেষ্টা করলেও সফল হন নি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নয়ডা পুলিশ। চালককে আটক করা হয়। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, গাড়িতে দু’জন ছিলেন, দু’জনই মদ্যপ অবস্থায় ছিলেন। স্থানীয় সিসিটিভি ফুটেজ দেখে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। স্বাভাবিকভাবেই এমন মর্মান্তিক ঘটনার পর রাতের শহরে পুলিশি নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে।