বঙ্গ

‘বঙ্কিমদা’ সম্বোধনের প্রতিবাদে নিন্দা প্রস্তাব, উত্তপ্ত অধিবেশন

প্রতিবেদন : রবীন্দ্রনাথ-বঙ্কিমচন্দ্রকে অপমান করে বাঙালির অস্মিতায় আঘাত! প্রধানমন্ত্রীর ‘বঙ্কিমদা’ সম্বোধনের নিন্দা প্রস্তাবকে ঘিরে এবার তুলকালাম কলকাতা পুরসভায় (Kolkata Municipal Corporation)। বৃহস্পতিবার পুরসভার মাসিক অধিবেশনে রবীন্দ্রনাথ ঠাকুর এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপরে বিজেপির সাংস্কৃতিক আক্রমণের বিরুদ্ধে তৃণমূলের তরফে দলমত নির্বিশেষে নিন্দা প্রস্তাব আনা হয়। কিন্তু বিজেপির গুটিকয় কাউন্সিলরের গলাবাজি ও তৃণমূল কাউন্সিলরদের প্রত্যুত্তরে উত্তপ্ত হয়ে ওঠে অধিবেশন। এক বিজেপি কাউন্সিলরের মিথ্যা অভিযোগ উড়িয়ে পদ থেকে ইস্তফার চ্যালেঞ্জ ছুঁড়ে দেন মেয়র ফিরহাদ হাকিম। শেষপর্যন্ত চেয়ারপার্সন মালা রায়ের হস্তক্ষেপে শান্ত হয় পরিস্থিতি।

সংসদে সাহিত্যসম্রাটকে ‘বঙ্কিমদা’ বলে সম্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার কলকাতা পুরসভায় (Kolkata Municipal Corporation) মাসিক অধিবেশনে সেই বিষয়ে নিন্দা প্রস্তাব উত্থাপন করেন তৃণমূল কাউন্সিলর অরূপ চক্রবর্তী। তিনি বলেন, স্বাধীনতা সংগ্রামীদের কাছে সঞ্জীবনী মন্ত্র ছিল ‘বন্দে মাতরম্’। অথচ সেই স্লোগানেই নেমে এসেছে নিষেধাজ্ঞা। এমনকী বন্দে মাতরমের স্রষ্টা বঙ্কিমচন্দ্রকেও ‘বঙ্কিমদা’ সম্বোধনে বাঙালির অস্মিতায় আঘাত করা হচ্ছে। রবীন্দ্রনাথ ঠাকুরকেও কুৎসিতভাবে আক্রমণ করা হয়েছে। হাজার বছরের দুই শ্রেষ্ঠ বাঙালির উপরে বিজেপির এই সাংস্কৃতিক আক্রমণের বিরুদ্ধে কলকাতা পুরনিগমের সব জনপ্রতিনিধি দলমতের ঊর্ধ্বে উঠে নিন্দা জানাক।

আরও পড়ুন-মায়ের সামনে থেকে সন্তানকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা লেপার্ডের

প্রস্তাবের আলোচনায় স্বাধীনতা আন্দোলনে বিজেপি ও সাভারকারের নিন্দনীয় ভূমিকা তুলে ধরেন মেয়র ফিরহাদ হাকিম। একইসঙ্গে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের হিজাব বির্তকের কথা উত্থাপন করে তীব্র নিন্দা জানান মহানাগরিক। তাঁর বক্তব্যকে ভণ্ডুল করতে ক্রমাগত ফোড়ন কাটেন বিজেপি কাউন্সিলররা। মেয়রের বিরুদ্ধে আনেন মিথ্যা অভিযোগ। যা উড়িয়ে মেয়র বলেন, প্রমাণ দেখাতে পারলে সব পদ থেকে ইস্তফা দেব! রাজনীতি ছেড়ে দেব! চ্যালেঞ্জ করছি! এরপরই বিজেপি ও তৃণমূল কাউন্সিলরদের বাকবিতণ্ডায় উত্তপ্ত হয়ে ওঠে অধিবেশন। তৃণমূল কাউন্সিলরদের দিকে তেড়ে যান বিজেপি কাউন্সিলররা। দুপক্ষকে শান্ত করতে ময়দানে নামেন মেয়র পারিষদ দেবাশিস কুমার। শেষে চেয়ারপার্সন মালা রায় হস্তক্ষেপ করে মেয়র পারিষদ অসীম বসুকে গান শুনিয়ে অধিবেশন শান্ত করার পরামর্শ দেন।

Jago Bangla

Recent Posts

দিনের কবিতা

‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের…

7 minutes ago

মঙ্গলবার ডায়মন্ড হারবারে সেবাশ্রয়-২ পরিদর্শনে অভিষেক বন্দ্যোপাধ্যায়

মানুষের ছোট ছোট অসুবিধাগুলিকে দূর করে তাদের জীবন সহজ করা। সেবার মধ্যে দিয়ে কঠিন বাধা…

32 minutes ago

সত্যিই আসন্ন মোদির বিদায়বেলা? বয়স নিয়ে খোঁচা গড়করির

নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…

10 hours ago

জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই, কিশতওয়ারে শহিদ জওয়ান

শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…

10 hours ago

ট্রাম্পের শুল্কতোপের মুখেও অনড় ইউরোপের ঐক্য, পাল্টা পরিকল্পনা

ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…

10 hours ago

সাহিত্য অ্যাকাডেমির পাল্টা জাতীয় পুরস্কার ঘোষণা করলেন স্ট্যালিন

নয়াদিল্লি : কেন্দ্রীয় সরকারের সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার স্থগিত রাখার সিদ্ধান্তের প্রতিবাদে অভিনব পদক্ষেপ নিলেন তামিলনাড়ুর…

10 hours ago