পঞ্জাবে স্কুলের মধ্যেই ছ’বছরের শিশুকে পিষে দিল স্কুল বাস

এদিনের এই ঘটনায় স্কুলের প্রধান শিক্ষক ডিপি গুলেরিয়া এবং পরিচালন সমিতির সদস্যদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

Must read

পঞ্জাবের (Punjab) লুধিয়ানায় স্কুলের মধ্যেই ছ’বছরের শিশুকে পিষে দিল স্কুল বাস। এরপরেই অভিভাবকরা স্কুল চত্বরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। দ্রুত শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। শিশুটির পরিবার এই ঘটনার জন্য স্কুল কর্তৃপক্ষকেই দায়ী করছে। শুধু তাই নয়, এই অপরাধের বিচার না পাওয়া পর্যন্ত শিশুটির শেষকৃত্য করতে রাজি নয় পরিবারের সদস্যেরা।

আরও পড়ুন-যোগীরাজ্যে নাবালকের ১৭ টুকরো দেহ উদ্ধার

প্রসঙ্গত, বিসিএম স্কুলের প্রথম শ্রেণিতে পড়ত আমায়রা সুদ নামে ৬ বছরের এই ছাত্রী। তার বাবা অনুরাগ সুদ স্কুলের প্রধান শিক্ষক এবং কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন থানায়। শিশুটির পরিবার দাবি করেন, দুর্ঘটনাস্থল থেকে রক্ত ধুয়েমুছে সাফ করে দিয়েছেন কর্তৃপক্ষ। এমনকি ঘটনার সময়ের সিসিটিভি ফুটেজও মুছে ফেলা হয়েছে। স্কুল কর্তৃপক্ষ বাসের চালককে পালাতে সাহায্য করেছে বলেই অভিযোগ জানায় পরিবার। দুর্ঘটনার সময়ে বাসের কেয়ারটেকার এবং কন্ডাক্টর কেন সতর্ক ছিলেন না এই নিয়েও প্রশ্ন উঠছে। অভিযুক্তদের সকলকে গ্রেফতার করার দাবি তুলেছেন তারা।

আরও পড়ুন-বিরোধীদের অন্ধকারে রাখছে কেন্দ্র, বাংলাদেশ নিয়ে সংসদে এখনই বিবৃতি দিন প্রধানমন্ত্রী, দাবি সুদীপের

এদিনের এই ঘটনায় স্কুলের প্রধান শিক্ষক ডিপি গুলেরিয়া এবং পরিচালন সমিতির সদস্যদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। পুলিশের তরফে জানান গিয়েছে লুধিয়ানার স্কুলে দুর্ঘটনা হয়েছে। যদিও ঘটনাস্থলে যে সিসি ক্যামেরা আছে সেটাতে ঘটনাটি ধরা পড়েনি। আশপাশের সব সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। শিশুর পরিবারকে নিরপেক্ষ তদন্তের আশ্বাস দেওয়া হয়েছে।

Latest article