প্রতিবেদন : দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের পাশাপাশি সাংসদ হিসেবে ডায়মন্ড হারবারবাসীরও অভিভাবক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। পুজোর আগে নিজের সংসদীয় এলাকায় একগুচ্ছ সামাজিক কর্মসূচি নিয়ে ১৬ অক্টোবর থেকে হাজির হচ্ছেন তিনি। সোমবার দুপুরে তাঁর প্রথম কর্মসূচি রয়েছে সরিষা হাইস্কুল মাঠে। সেখানে বস্ত্রবিতরণ করবেন ডায়মন্ড হারবারের সাংসদ।
আরও পড়ুন-দিনের কবিতা
এরপর ওইদিনই আরও একটি বস্ত্রবিতরণ কর্মসূচি রয়েছে তাঁর। মশাট খাজেরপোল হাসপাতাল মাঠে ওই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার থেকে শুরু করে বৃহস্পতিবার ১৯ অক্টোবর পর্যন্ত নিজের সংসদীয় কেন্দ্রের একাধিক জায়গায় আমজনতার মাঝেই থাকবেন অভিষেক। জনসংযোগের পাশাপাশি বাসিন্দাদের হাতে পুজোর নতুন উপহারও তুলে দেবেন সাংসদ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুষ্ঠানের আগে গত শুক্রবার ডায়মন্ড হারবারের সরিষা হাইস্কুল মাঠ ও মশাট খাজেরপোল হাসপাতাল মাঠ পরিদর্শন করেন ডায়মন্ড হারবার বিধানসভার বিধায়ক পান্নালাল হালদার ও পর্যবেক্ষক শামিম আহমেদ। এই ক’দিনে স্থানীয় কয়েকটি পুজো মণ্ডপেও যেতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।