পর পর আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ইন্দোনেশিয়াতে, সুনামির আশঙ্কা

এই ঘটনার ফলে আকাশে ছয় কিলোমিটার ছাইয়ের মেঘ ছড়িয়ে পড়েছে। জানা যাচ্ছে, স্থানীয় সময় অনুযায়ী রাত ৩ টের সময় বিস্ফোরণ ঘটেছেল।

Must read

ইন্দোনেশিয়া (Indonesia) আকাশে একাধিক অগ্নুৎপাতে এই মুহূর্তে বিপর্যস্ত দেশ। উত্তর সুলাওয়েসি প্রদেশে রুয়াং আগ্নেয়গিরির পর এবার প্রত্যন্ত ইন্দোনেশিয়ান দ্বীপ হালমাহেরায় একটি আগ্নেয়গিরি থেকে সোমবার অগ্ন্যুৎপাত হয়েছে। এই ঘটনার ফলে আকাশে ছয় কিলোমিটার ছাইয়ের মেঘ ছড়িয়ে পড়েছে। জানা যাচ্ছে, স্থানীয় সময় অনুযায়ী রাত ৩ টের সময় বিস্ফোরণ ঘটেছেল।

আরও পড়ুন-দিনের কবিতা

দেশটির আগ্নেয়গিরি সংস্থা একটি সতর্কতা জারি করেছে। এপ্রিল মাস থেকে আগ্নেয়গিরির বৃদ্ধি হয়েছে। এই মাসে পর পর অনেকগুলি অগ্ন্যুৎপাতের সাক্ষী থেকেছে এই দেশ। আগ্নেয়গিরির আশেপাশের সাতটি গ্রাম থেকে লোকজন সরিয়ে নেওয়া হয়েছে। ইন্দোনেশিয়া আগেই একটি প্রাদেশিক বিমানবন্দর বন্ধ করে দিয়েছিল। ভলকানোলজি এজেন্সি সতর্কতা দেওয়ার পর এলাকা থেকে ৮০০ জনের বেশি মানুষকে সরিয়ে দেওয়া হয়। বাজেট এয়ারলাইন এয়ার এশিয়া পূর্ব মালয়েশিয়া এবং ব্রুনাইয়ের নয়টি বিমানবন্দর থেকে ফ্লাইট বাতিল করেছিল। আপাতত আগ্নেয়গিরির চারপাশে ছয় কিলোমিটার এলাকা ঘেরাও করে রাখা হয়েছে এবং আরও বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এদের মধ্যে কেউ কেউ পার্শ্ববর্তী দ্বীপ তাগুলান্দাং থেকেও এসেছেন।

আরও পড়ুন-৫৭ লোকসভা আসনে ভোট পড়ল ৫৮.৩ শতাংশ, সপ্তমপর্বেও ভোটের হারে, দেশের সেরা বাংলাই

উল্লেখ্য, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণে সুনামির আশঙ্কা রয়েছে বলে মনে করছে সংশ্লিষ্ট দফতর। আগ্নেয়গিরির কিছু অংশ সমুদ্রে পড়তে পারে, যার ফলে ১৮৭১ সালের মতো বিশাল সুনামি আবারও আসতে পারে। সর্বোচ্চ পর্যায়ে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Latest article