এক হাতে রবি ঠাকুর, অন্য হাতে বীরসা মুন্ডার ছবি। আজ, বুধবার একলব্য মোড় থেকে তিন কিলোমিটার রাস্তা জুড়ে ভাষা মিছিলে হাঁটলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিন তাঁর সঙ্গে মন্ত্রী অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম, শিউলি সাহা, মানস ভুঁইয়া, মঠের সন্ন্যাসী সহ অন্যান্য ধর্মের মানুষ। আদিবাসীদের পাশাপাশি বিজেপি বিরোধী এই প্রতিবাদ কর্মসূচিতে যোগ দিয়েছিলেন জঙ্গলমহল তথা পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন সম্প্রদায়, সামাজিক সংগঠন ও সমাজের বিভিন্নস্তরের বিদ্বজ্জনেরাও। জঙ্গলমহলের প্রাণকেন্দ্র ঝাড়গ্রামে বাংলা ভাষার উপর বিজেপির আক্রমণের প্রতিবাদে মিছিল শেষে বাজানো হল মুখ্যমন্ত্রীর গান। মিছিলে ছিলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম, অরুপ বিশ্বাস, ইন্দ্রনীল সেন, মানস ভুইয়া-সহ একাধিক মন্ত্রী।
আরও পড়ুন-নবান্ন অভিযান রুখতে জনস্বার্থ মামলা কলকাতা হাইকোর্টে
বাংলা ভাষার সম্মান রক্ষার্থে গান লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায় ও সুরে লেখা এই গানটি গেয়েছেন ইন্দ্রনীল সেন। গানের কথায় উঠে এসেছে বাংলার সংস্কৃতির কথা। মুখ্যমন্ত্রীর গানের মাধ্যমে বাংলাকে অপমানের বিরুদ্ধে প্রতিবাদের অঙ্গীকার ফুটে উঠেছে। প্রসঙ্গত, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগে বনমহোৎসবে সচেতনতার বার্তা দিয়ে গান লিখেছিলেন। ‘সবুজ বাঁচাও, সবুজ দেখাও। সবুজের মাঝে, বিবেক জাগাও…’ গানে গানে বনসৃজন ও পরিবেশরক্ষার বার্তাই দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বহুদিন থেকেই গান লেখেন ও নিজেই গানের সুর করেন। রাজ্যের বিভিন্ন অনুষ্ঠান, উৎসব উপলক্ষ্যে মুখ্যমন্ত্রী নিয়মিত গান লেখেন। দুর্গাপুজো, বড়দিন, বর্ষবরণ-সহ একাধিক উৎসবে মুখ্যমন্ত্রীর গান শোনা যায়। দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনের আগেও মুখ্যমন্ত্রী গান লিখেছিলেন। মন্দির উদ্বোধন ও রথযাত্রার দিন সেই গান বাজানো হয়েছিল।
অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…
বরোদা, ১৯ জানুয়ারি : ডব্লুপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর স্বপ্নের দৌড় অব্যাহত। সোমবার গুজরাট জায়ান্টসকে ৬১…
‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের…
মানুষের ছোট ছোট অসুবিধাগুলিকে দূর করে তাদের জীবন সহজ করা। সেবার মধ্যে দিয়ে কঠিন বাধা…
নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…
শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…