বঙ্গ

সংঘপ্রধানের মন্তব্যে নিন্দার ঝড়

প্রতিবেদন : সংঘপ্রধানের মন্তব্যকে কেন্দ্র করে দেখা দিয়েছে তীব্র বিতর্ক। সমালোচনার ঝড় তুলেছে তৃণমূল-সহ বিরোধীরা। সরব তৃণমূলের প্রবীণ সাংসদ সৌগত রায়। এর আগেও বহুবার তাঁর বিভিন্ন মন্তব্যকে কেন্দ্র করে গোটা দেশে বিতর্কের ঝড় উঠেছে৷ তারপরেও নিজেকে শুধরানোর কোনও চেষ্টাই করেননি সংঘপ্রধান মোহন ভাগবত৷ এবার ঔদ্ধত্যের সব সীমা ছাড়িয়ে গিয়েছেন তিনি, এমনই মনে করছেন দেশের রাজনৈতিক বিশ্লেষকদের একটা বড় অংশ৷ তাঁদের ক্ষোভের মাত্রা বাড়িয়েছে আরএসএস প্রধান মোহন ভাগবতের সাম্প্রতিকতম মন্তব্য, যেখানে উনি দাবি করেছেন, ১৯৪৭ সালের ১৫ অগাস্ট নয়, দেশ প্রকৃত স্বাধীনতা পেয়েছে অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিন৷ এই দিনটিকে ‘প্রতিষ্ঠা দ্বাদশী’ হিসেবে পালন করার দাবিও জানান সংঘপ্রধান মোহন ভাগবত৷ ইন্দোরের একটি অনুষ্ঠানে বক্তব্য রাখার সময়ে সংঘপ্রধানের দাবি, ১৯৪৭ সালের ১৫ অগাস্ট ভারত যে স্বাধীনতা পেয়েছে, তা রাজনৈতিক স্বাধীনতা৷ নিজেদের ভাগ্য নিজেরা গঠন করার অধিকার পেয়েছিল ভারত৷ এর পরে আমরা সংবিধান তৈরি করি৷ তারপরেও স্বপ্ন সত্যি হয়েছে তা বলা যায় না৷ দেশের সমকালীন চেতনা দ্বারা সংবিধান পরিচালিত হয়নি৷ মোহন ভাগবতের এই মন্তব্যের নেপথ্যে বিশেষ রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে বলে মনে করছেন উদ্ধবপন্থী শিবসেনা নেতা সঞ্জয় রাউত। তাঁর মন্তব্য, রামলালাকে নিয়ে রাজনীতি থেকে দূরে রাখুন।

আরও পড়ুন-নিরাপত্তারক্ষী প্রত্যাহার, যোগীকেই দায়ী করলেন বিজেপির প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী

সংঘপ্রধানের এই মন্তব্যকে নিশানা করে সোচ্চার হয়েছে বিরোধী শিবির৷ কোনওভাবেই মোহন ভাগবতের অবস্থান সমর্থনযোগ্য নয়, সাফ জানিয়েছেন বর্ষীয়ান তৃণমূল সাংসদ, অধ্যাপক সৌগত রায়৷ তাঁর দাবি, বিজেপি, আরএসএস-এর মতো হিন্দুত্ববাদীরা স্বাধীনতা সংগ্রাম করেনি৷ স্বাধীনতা সংগ্রামে অংশ নিয়েছিলেন কোটি কোটি দেশপ্রেমী মানুষ এবং সেই সময়ে কংগ্রেসের নেতা-সমর্থক, কর্মীরা৷ বিজেপির নেতা সাভারকর স্বাধীনতা সংগ্রামে অংশ নেওয়ার সময়ে ইংরেজদের কাছে ক্ষমা চেয়েছিলেন৷ যারা দেশবিরোধী, তারা মোহন ভাগবতের মতো কথাই বলবেন৷ আমরা কোনওভাবেই ওঁর সঙ্গে একমত নই৷ আমাদের দেশ স্বাধীন হয়েছে ১৯৪৭ সালের ১৫ অগাস্ট, সেটাই শেষকথা।

Jago Bangla

Recent Posts

স্মৃতিদের পাঁচে পাঁচ

বরোদা, ১৯ জানুয়ারি : ডব্লুপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর স্বপ্নের দৌড় অব্যাহত। সোমবার গুজরাট জায়ান্টসকে ৬১…

14 minutes ago

দিনের কবিতা

‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের…

23 minutes ago

মঙ্গলবার ডায়মন্ড হারবারে সেবাশ্রয়-২ পরিদর্শনে অভিষেক বন্দ্যোপাধ্যায়

মানুষের ছোট ছোট অসুবিধাগুলিকে দূর করে তাদের জীবন সহজ করা। সেবার মধ্যে দিয়ে কঠিন বাধা…

48 minutes ago

সত্যিই আসন্ন মোদির বিদায়বেলা? বয়স নিয়ে খোঁচা গড়করির

নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…

10 hours ago

জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই, কিশতওয়ারে শহিদ জওয়ান

শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…

10 hours ago

ট্রাম্পের শুল্কতোপের মুখেও অনড় ইউরোপের ঐক্য, পাল্টা পরিকল্পনা

ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…

10 hours ago