চেন্নাইয়ে (Chennai) একটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভিতর থেকে এক ছাত্রীকে তুলে নিয়ে যৌন হেনস্থার অভিযোগ উঠল। শুধু তাই নয়, মারধর করা হয় তাঁর পুরুষ বন্ধুকেও। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও অভিযুক্তদের কাউকে গ্রেফতার করা যায়নি। তামিলনাড়ুর অন্যতম সেরা ওই বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিংয়ের দ্বিতীয় বর্ষের ছাত্রী নির্যাতিতা তরুণী। এদিন ঘটনার সময় তাঁর সঙ্গে তাঁর পুরুষ বন্ধু ছিলেন। তিনিও ওই বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের ছাত্র।
আরও পড়ুন-মোদীরাজ্যে ক্লিনিক খুলে চিকিৎসা মাধ্যমিক পাশ ডাক্তারের
পুলিশ সূত্রে খবর, বড়দিন উপলক্ষে বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বসে গল্প করছিলেন দু’জন। হঠাৎ সেখানে এক দল দুষ্কৃতী এসে সেই ছাত্রীর বন্ধুকে মারধর করেন ও তাঁর সামনে থেকেই তুলে নিয়ে যাওয়া হয় তরুণীকে। ক্যাম্পাস থেকে টেনে পাশে তাঁকে একটি ঝোপের মধ্যে নিয়ে যাওয়া হয় । সেখানে তাঁকে যৌন হেনস্থা করা হয়েছে বলে অভিযোগে জানিয়েছেন তরুণী। তাঁর অভিযোগের ভিত্তিতে থানায় এফআইআর দায়ের করা হয়েছে। হামলাকারীরা ছাত্র না বহিরাগত, সেই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। দুষ্কৃতীদের চিহ্নিত করতে বিশ্ববিদ্যালয়ের সিসি ক্যামেরার ফুটেজ দেখছে পুলিশ।
আরও পড়ুন-ডোরিনার নাম পরিবর্তন করে ‘অভয়া ক্রসিং’ করতে মুখ্যমন্ত্রীকে আর্জি ইমেলে
এই ঘটনাকে কেন্দ্র করে তামিলনাড়ুতে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শাসকদলকে আক্রমণ করেছে বিরোধীরা। দুষ্কৃতীরা গ্রেফতার না হওয়ায় পুলিশের ব্যর্থতাকেও নিশানা করা হচ্ছে। তাছাড়া বিশ্ববিদ্যালয়ের মধ্যেই এহেন ঘটনার ফলে শিক্ষা প্রতিষ্ঠানের সুরক্ষাবিধিও প্রশ্নের মুখে।