গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢুকে ছাত্রীকে কোপ, আত্মহত্যার চেষ্টা যুবকের

Must read

প্রতিবেদন : মালদহের গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় (University Of Gour Banga) ক্যাম্পাসে ঢুকে এক ছাত্রীকে ছুরির কোপ মেরে তারপর আত্মহত্যার চেষ্টা যুবকের। বিশ্ববিদ্যালয়ে ক্লাস চলাকালীন এই ঘটনা ঘটেছে। বর্তমানে দুজনেই মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। প্রণয়ঘটিত কারণে তরুণীর উপর হামলা নাকি অন্য কিছু, তা খতিয়ে দেখছে ইংরেজবাজার থানার পুলিশ। তরুণী স্নাতকোত্তরে অঙ্কের ছাত্রী। নাম তনুশ্রী চক্রবর্তী। তিনি অসমের বাসিন্দা। হামলাকারী ওই যুবক বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের (University Of Gour Banga) সায়েন্স বিল্ডিংয়ের দরজার কাছে দাঁড়িয়েছিলেন তরুণী। অভিযোগ, আচমকাই যুবক ওই তরুণীর উপর ছুরি হাতে হামলা চালায়। লুটিয়ে পড়েন তরুণী। আত্মহত্যার চেষ্টা করেন হামলাকারীও। ছাত্রীর চিৎকার শুনে ঘটনাস্থলে ছুটে গিয়েছিলেন লতিফুল ইসলাম নামের এক ব্যক্তি। তিনি বিজ্ঞান বিভাগের বিল্ডিংয়ের কাছেই ছিলেন। তিনি শুনতে পেয়ে ছুটে গিয়ে দেখেন রক্তাক্তকাণ্ড। ঘটনাস্থলে পৌঁছন বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল টিমের সদস্য সুমিতা সরকার। তিনি প্রাথমিক শুশ্রূষার চেষ্টা করেন। পরে তাঁদের উদ্ধার করে মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। এই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার রাজীব পুততুণ্ড জানান, খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে দেখলাম রক্তাক্ত কাণ্ড ঘটেছে। পুরো ঘটনাটির তদন্ত শুরু করেছে পুলিশ।

আরও পড়ুন- রেলের গাফিলতি, টানেলে কর্মরত শ্রমিকের মৃত্যু

Latest article