সভাস্থলে আচমকা বিস্ফোরণ, কোনমতে রক্ষা পেলেন জাপানের প্রধানমন্ত্রী

সূত্রের খবর প্রধানমন্ত্রী কিশিদার উপস্থিতিতেই ওয়াকায়ামা বন্দরের অনুষ্ঠানস্থলে একটি স্মোক বম্ব বিস্ফোরণ ঘটে৷ কেউ হতাহত হননি৷

Must read

হঠাৎ করেই জাপানের প্রধানমন্ত্রীর (Prime Minister) উপরে হামলা জাপানের ওয়াকায়ামা বন্দরে একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা বিপদে পড়েন৷ একটি বিস্ফোরণের শব্দ হয়৷ যদিও জাপানের প্রধানমন্ত্রীর কোন ক্ষতি হয়নি৷ ঘটনার পরেই নিরাপদে সরিয়ে নিয়ে যান নিরাপত্তারক্ষীরা৷ একজন সন্দেহভাজনকে আটকও করেছে পুলিশ৷

আরও পড়ুন-নববর্ষে হারিয়ে যাচ্ছে বাংলা ক্যালেন্ডার

গত বছর জুলাই মাসে প্রকাশ্যেই গুলি করে খুন করা হয় জাপানের তৎকালীন প্রধানমন্ত্রী শিনজো আবেকে৷ এরপর দেশের প্রধানমন্ত্রীর নিরাপত্তা কয়েক গুন বাড়িয়েছে জাপান৷

সূত্রের খবর প্রধানমন্ত্রী কিশিদার উপস্থিতিতেই ওয়াকায়ামা বন্দরের অনুষ্ঠানস্থলে একটি স্মোক বম্ব বিস্ফোরণ ঘটে৷ কেউ হতাহত হননি৷ এক সন্দেহভাজনকে আটক করেন পুলিশকর্মীরা৷

আরও পড়ুন-অবাঙালি হয়েও যাঁরা বাঙালি

ভিডিও ফুটেজ খুলে দেখা গিয়েছে, প্রধানমন্ত্রীর বক্তব্য শুনতে ওয়াকায়ামা বন্দরে ভালই ভিড় জমেছিল৷ হতাহত সেখানে বিস্ফোরণের জোরাল শব্দ হয়৷ আতঙ্কে ছোটাছুটি শুরু করে জনতা৷ সরিয়ে নিয়ে যাওয়া হয় প্রধানমন্ত্রী কিশিদাকে৷ এই হামলার কারণ এখনও স্পষ্ট নয়৷

Latest article