আমর্হাস্ট স্ট্রিটের প্রিন্টিং প্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ড

প্রসঙ্গত, প্রিন্টিং প্রেস বলে প্রচুর পরিমাণে সেখানে দাহ্য পদার্থ মজুত ছিল। এর ফলেই খুব কম সময়েই আগুন মুহূর্তে মারাত্মক আকার নেয়।

Must read

বৃহস্পতিবার সকালে আমর্হাস্ট স্ট্রিটে (Amherst Street) ভয়াবহ অগ্নিকাণ্ড। আজ সকালে আমর্হাস্ট স্ট্রিটের প্রিন্টিং প্রেস বিল্ডিংয়ে আগুন লেগে যায়। প্রথমে স্থানীয়রাই ওই বিল্ডিং থেকে কালো ধোঁয়া বেরোতে দেখেন। খবর দেওয়া হয় দমকলকে। পৌঁছয় পুলিশের আধিকারিকরাও। এই মুহূর্তে ঘটনাস্থলে দমকলের চারটি ইঞ্জিন পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করছে।

আরও পড়ুন-ডিজিটাল বিপণনে বিপ্লব বিশ্ববাংলার

দমকল সূত্রে খবর, সাকশন মেশিন চালিয়ে ধোঁয়া বের করা হচ্ছে। তবে আগুনের উৎসস্থলে পর্যন্ত পৌঁছতে পারেনি দমকল কর্মীরা। ঘিঞ্জি এলাকা হওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়েছে। যদিও এদিনের ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। কীভাবে হঠাৎ এই আগুন লাগলো সেটাও এখনও স্পষ্ট নয়। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে শর্ট সার্কিট থেকেই এই আগুন লাগতে পারে। দমকলের চারটি ইঞ্জিন আপাতত আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। তবে এলাকা এতটাই ঘিঞ্জি যে ঘটনাস্থলে ঢুকতে রীতিমতো সমস্যা হয় দমকল কর্মীদের।

আরও পড়ুন-বিপর্যয়েও বঞ্চিত বাংলা, খয়রাতি মহারাষ্ট্র-কর্নাটক-গুজরাত-অসম-বিহারকে

প্রসঙ্গত, প্রিন্টিং প্রেস বলে প্রচুর পরিমাণে সেখানে দাহ্য পদার্থ মজুত ছিল। এর ফলেই খুব কম সময়েই আগুন মুহূর্তে মারাত্মক আকার নেয়। কালো ধোঁয়ায় ভরে যায় আশেপাশের এলাকা। পরিস্থিতি গুরুতর হওয়ায় গ্যাসমাস্ক পড়ে ভিতরে ঢুকতে হয় দমকল কর্মীদের। শেষ পাওয়া খবর অনুযায়ী, আশেপাশের বেশ কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে বিশেষভাবে সতর্কতা অবলম্বন করছে দমকল। ঘটনাকে কেন্দ্র করে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় মানুষজন।

Latest article