আজ, শনিবার ব্যাঙ্কশাল কোর্টের (Bankshal court) পাশে একটি পুরনো বাড়িতে আগুন লাগে। গার্স্টিন প্লেসের অগ্নিকাণ্ডের ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৪টি ইঞ্জিন। যদিও পরে আরও ৩টি ইঞ্জিন আসে। ঘটনাস্থলে পৌঁছেছে হেয়ার স্ট্রিট থানার পুলিশ। আগুন লাগার পর নিমেষের মধ্যেই সাদা ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা এলাকা। স্বাভাবিকভাবেই ভোরবেলা এমন এক ঘটনায় আতঙ্কিত এলাকাবাসীরা।
আরও পড়ুন-আমেরিকার বিজ্ঞান সম্মেলনে ডাক পেল বাঁকুড়ার অয়ন
কসবার শপিং মলের অগ্নিকাণ্ডের রেশ এখনও কাটেনি। তার মধ্যেই এবার গার্স্টিন প্লেসে আগুন। জানা গিয়েছে, আজ ভোর ৪টে নাগাদ গার্স্টিন স্ট্রিটে, ব্যাঙ্কশাল কোর্টের পাশে একটি পুরনো বাড়িতে আগুন লাগে। স্থানীয় বাসিন্দারা ধোঁয়া দেখতে পায় ও পরে আগুন দেখে দমকলে খবর দেন। ওই বাড়িতে জনবসতি ছিল না বলেই বড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে। জানা গিয়েছে, ওই বাড়িতে আইনজীবীদের চেম্বার ছিল। বাড়ির উপরের তলা ভস্মীভূত হয়ে গিয়েছে। শুধু তাই নয়, সিলিন্ডার ফাটার শব্দ পাওয়া গিয়েছে। দমকলের প্রাথমিক অনুমান, এসি থেকে শর্ট সার্কিট হয়ে আগুন লেগেছে। তিনতলার একটি এসি ইউনিট থেকে আগুন লেগেছে। যদিও সম্পূর্ণ বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।