মঙ্গলবার সাতসকালে ভয়াবহ অগ্নিকাণ্ড কলকাতায় (Kolkata)। উল্টোডাঙার ইস্ট ক্যানেল সার্কুলার রোডের একটি কারখানায় (Factory) আজ ভোর ৫টা নাগাদ আগুন লাগে। জানা গিয়েছে, এই কারখানায় প্লাই তৈরি করা হত। সেখানে বিপুল পরিমান শুকনো কাঠ থাকায় খুব দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। এই অবস্থায় স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দমকলবাহিনীকে খবর দেওয়া হলেও দেরিতে আসার ফলেই আগুন বেশি মাত্রায় ছড়িয়ে পড়েছে।
আরও পড়ুন-গরু নয় তবুও নাম তার নীলগাই
আপাতত দমকলের ৮টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। পাশে থাকা একটি গেঞ্জির কারখানাতেও আগুন ছড়িয়ে পড়ে। তবে সেখখানে আগুন এই মুহূর্তে অনেকটাই নিয়ন্ত্রণে। মূল যে কারখানায় আগুন লেগেছে, সেখানে টিনের ছাউনি সরিয়ে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে দমকল বাহিনী। ভোরবেলা যেকোন রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে খুব দ্রুত আশেপাশের বাড়িগুলি ফাঁকা করা হয়েছে কারণ এই সময় অনেকেই ঘুমে আচ্ছন্ন থাকে। পাশের কারখানার গেটের তালা ভেঙে সেখানে ঢুকে জল দেওয়ার চেষ্টা করছে দমকলবাহিনী। যদিও আজকের এই অগ্নিকাণ্ডে কোনও হতাহতের খবর পাওয়া যায় নি।