উল্টোডাঙায় রেললাইনের ধারে বস্তিতে ভয়াবহ আগুন

রবিবার সকালে উল্টোডাঙায় (Ultadanga) রেললাইনের ধারে বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ৫টি ইঞ্জিন।

Must read

রবিবার সকালে উল্টোডাঙায় (Ultadanga) রেললাইনের ধারে বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ৫টি ইঞ্জিন। ঘিঞ্জি বসতিপূর্ণ এলাকা হওয়ায় ফলে আগুন খুব ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। স্বাভাবিকভাবেই এই অবস্থায় আগুন নেভাতে দমকল বাহিনীকেও সমস্যার সম্মুখীন হতে হয়। যদিও বেশ কিছুক্ষনের প্রচেষ্টায় আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছেন দমকলমন্ত্রী সুজিত বসু। সূত্রের খবর, একটি তুলোর দোকান থেকেই আগুন লেগেছে। কমপক্ষে ১০-১২টি বাড়ি পুড়ে ভস্মীভূত হয়ে গিয়েছে। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ৫টি ইঞ্জিন। যেকোন রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে স্থানীয় বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। ঠিক কী থেকে আগুন লেগেছে, সেটা যদিও এখনও জানা যায়নি। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, শর্ট সার্কিটের ফলে আগুন লেগে থাকতে পারে। জানা গিয়েছে, প্রচুর দাহ্য পদার্থ মজুত ছিল তাই আগুন অতি দ্রুত ছড়িয়ে পড়েছে।

আরও পড়ুন-প্রত্যাশিত ফল, দিলীপের মুখে অভিষেকের প্রশংসা

বস্তির ঘরগুলিতে অনেক গ্যাস সিলিন্ডার রয়েছে। আগুনের তাপে সেগুলিতেও বিস্ফোরণের হচ্ছে কিনা খতিয়ে দেখা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের সাহায্য নিয়ে সেই সিলিন্ডারগুলি বের করে আনার চেষ্টা করা হচ্ছে। দমকলের তরফে খবর, আগুন এখন অনেকটাই নিয়ন্ত্রণে। নতুন করে আগুন ছড়িয়ে পড়ার সম্ভাবনা নেই। এদিনের ঘটনায় বেশ কিছু বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই বাড়িগুলির আগুন নেভানোর কাজ চলছে। পকেট ফায়ার আছে কি না, সেটাও খতিয়ে দেখা হচ্ছে।

Latest article