ভয়াবহ আগুন বারাণসী স্টেশনের পার্কিংয়ে, পুড়ে ছাই ২০০টি বাইক

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, শর্ট সার্কিট থেকেই এই আগুন লাগে। পাশে রাখা বাইকের পেট্রোল ট্যাঙ্কে বিস্ফোরণ থেকে বাকি বাইকেও আগুন লেগে যায়।

Must read

বারাণসী ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনে (Varanasi Cantonment Railway station) ভয়াবহ আগুন। আজ, শনিবার ভয়াবহ আগুন লাগল উত্তর প্রদেশের জনবহুল স্টেশনে। এদিনের এই ঘটনায় কমপক্ষে ২০০ বাইক পুড়ে গিয়েছে। শেষ পাওয়া খবর অনুযায়ী, কোনও মানুষের হতাহতের খবর নেই। শনিবার রাত ৩টে নাগাদ বারাণসীর ক্যান্টনমেন্ট স্টেশনে এই আগুন লাগে বলে খবর। বিধ্বংসী আগুনে নিমেষের মধ্যেই পুড়ে ছাই হয়ে যায় সেখানে রাখা সমস্ত বাইক। কমপক্ষে দুই ঘণ্টা ধরে দাউদাউ করে জ্বলে বারাণসী রেলস্টেশনের বাইরের অংশ। জানা গিয়েছে, বিশেষ করে রেলওয়ে কর্মীদের বাইক রাখা ছিল ওখানে। আগুন লাগার ফলে একের পর এক বাইক জ্বলতে শুরু করে।

আরও পড়ুন-আজ থেকে বাতিল একাধিক লোকাল ট্রেন

যদিও এদিনের এই আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায় নি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, শর্ট সার্কিট থেকেই এই আগুন লাগে। পাশে রাখা বাইকের পেট্রোল ট্যাঙ্কে বিস্ফোরণ থেকে বাকি বাইকেও আগুন লেগে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে জিআরপি, আরপিএফ, স্থানীয় পুলিশ। অগ্নিকাণ্ডের খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকলবাহিনী। প্রায় ২ ঘণ্টার চেষ্টায় দমকলের ১২টি ইঞ্জিনের সাহায্যে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

Latest article