মেলবোর্ন, ৩০ ডিসেম্বর : আরও একটা সিরিজে হারের সামনে ভারত। অস্ট্রেলিয়ায় সিরিজ খোয়ালে গৌতম গম্ভীরের জমানায় পরপর দুটো সিরিজ হারের ঘটনা ঘটবে। আইপিএলের সফল অধিনায়ক ও মেন্টর জাতীয় দলের দায়িত্ব নেওয়ার পর সাফল্যের ভাঁড়ার নগণ্য। এই আবহে দাবি উঠেছে, লাল বলের ক্রিকেটের জন্য অন্য কাউকে দায়িত্ব দেওয়া হোক।
গম্ভীর কোচ হয়ে আসার পর বাংলাদেশের বিরুদ্ধে ২-০-তে সিরিজ জিতেছিল ভারত। কিন্তু এরপর অপ্রত্যাশিতভাবে ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে ৩-০-তে হেরেছে ভারত। তারপর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারত আপাতত ১-২ টেস্টে পিছিয়ে। এর আগে গম্ভীরের হাতে পড়া দল শ্রীলঙ্কার কাছে একদিনের সিরিজে ০-৩-এ হেরে এসেছিল।
আরও পড়ুন-বিরাট আরও তিন-চার বছর খেলবে : শাস্ত্রী
সাম্প্রতিক অতীতে রবি শাস্ত্রী ও রাহুল দ্রাবিড কোচ হিসাবে ভারতীয় দলকে যে উচ্চতায় নিয়ে গিয়েছিলেন, গম্ভীরের জমানায় সেটা তলানিতে নেমে এসেছে। দল নিয়ে অতিরিক্ত পরীক্ষা-নিরীক্ষা, ঠিক জায়গায় ঠিক ক্রিকেটারকে ব্যবহার না করার মতো অভিযোগ আগেই উঠেছিল। মেলবোর্নে ভারত কেন দুজন স্পিনার নিয়ে নেমেছিল, সেই প্রশ্নও উঠছে। এখানে পেসাররাই উইকেট পেয়েছেন। জাদেজা বা ওয়াশিংটন সুন্দরকে মোটেও কার্যকরী মনে হয়নি। ওরা বেশি বলও করেননি।
নিউজিল্যান্ডের কাছে হোয়াইটওয়াশের পর অস্ট্রেলিয়া সিরিজ গম্ভীরের কাছে ছিল অ্যাসিড টেস্ট। কিন্ত মেলবোর্নে হারের পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতের খেলার সম্ভাবনা আর নেই বললেই চলে। সত্যিই এমন হলে এই প্রথম টেস্ট ফাইনালে খেলবে না ভারত। এই পরিস্থিতিতে এটা দেখার যে, ব্যর্থতার দায় গম্ভীর না সিনিয়র ক্রিকেটার, কার উপর চাপায় বোর্ড। শোনা যাচ্ছে রোহিত সিডনি টেস্টের পর অবসর না নিলে তিনি ও জাদেজা পরের সিরিজে বাদ পড়তে পারেন। এখন এটাও দেখার, বোর্ড দুই ফর্ম্যাটের জন্য আলাদা কোচের ভাবনা থেকে আগে সরে এলেও এবার তাতে সিলমোহর দেয় কিনা।