প্রতিবেদন: রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকড়ের অপসারণের জন্য এবার প্রস্তাব পেশ করতে চলেছে বিরোধী শিবির৷ সংসদীয় সূত্রের দাবি, একেবারে শেষ মুহূর্তে কোনও পরিবর্তন না হলে দু’-একদিনের মধ্যেই রাজ্যসভার চেয়ারম্যানকে অপসারণের উদ্দেশ্যে অনাস্থা প্রস্তাব পেশ করা হবে সংসদে৷ বাদল অধিবেশনেই এই অনাস্থা প্রস্তাব আনার প্রস্ত্ততি প্রস্তুতি নিয়েছিল বিরোধী শিবির৷ সেই প্রস্ততিই এবার বাস্তবায়িত হতে চলেছে। সংসদীয় সূত্রে৷ রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকড়ের বিরুদ্ধে সংসদে যে প্রস্তাব পেশ করার পরিকল্পনা নেওয়া হয়েছে, সেখানে বিরোধী শিবিরের ৭০ জন সাংসদের সই থাকতে পারে৷ ইন্ডিয়া জোটের সদস্য সব ক’টি বিরোধী দলই এই প্রসঙ্গে একমত হয়েছে বলে খবর।
আরও পড়ুন-তীব্র ক্ষোভপ্রকাশ সুদীপের, নিজেদের সিদ্ধান্ত অন্য দলের উপর চাপাতে চাইছে কংগ্রেস
রাজ্যসভায় তৃণমূলের ডেপুটি লিডার সাগরিকা ঘোষ অভিযোগ করেছেন, সরকার সংসদকে হত্যা করছে। যে সমস্যাগুলোর কারণে সাধারণ মানুষকে ক্ষতিগ্রস্ত হতে হচ্ছে, আসলে তার কোনও উত্তর কেন্দ্রের কাছে নেই। বিজেপি এবং সরকার সাংবিধানিক ক্ষমতার অপব্যবহার করছেন। সংসদীয় ব্যবস্থাকে যারা ধ্বংস করতে চায়, তাদেরই বিরুদ্ধে এই লড়াই। আমাদের সংসদীয় গণতন্ত্র আজ বিপন্ন। জনপ্রতিনিধিদের সাংবিধানিক অধিকারও আজ প্রশ্নচিহ্নের মুখে।
ইন্ডিয়া জোট সূত্রের দাবি, জগদীপ ধনকড় যেভাবে সংসদের উচ্চকক্ষে বিরোধীদের কণ্ঠরোধ করছেন, সেভাবে কেউ তাঁদের নিশানা করেননি৷ এক্ষেত্রে শাসক শিবিরের প্রতি জগদীপ ধনকড়ের আনুগত্য বিজেপির সাংসদের থেকেও বেশি, সোমবার দিল্লিতে অভিযোগ করেছেন বিরোধী শিবিরের এক বর্ষীয়ান সাংসদ৷ সাংসদের সংখ্যাটা বড় কথা নয়, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানানো এবং গণতন্ত্রের সর্বোচ্চ সাংবিধানিক মঞ্চে সংবিধানের সুরক্ষার লক্ষেই এই উদ্যোগ বলে জানানো হয়েছে ইন্ডিয়া জোটের শরিক দলগুলির পক্ষ থেকে৷ এদিকে চলতি শীতকালীন অধিবেশন কিংবা পরবর্তী অধিবেশনে সংসদে পেশ হতে চলেছে ‘এক দেশ, এক নির্বাচন বিল’।
রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্যের কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। মঙ্গলবার নিজের…
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…