প্রতিবেদন : নতুন করে রাজ্যে ঢুকছে পশ্চিমি ঝঞ্ঝা। এর ফলে ফের বৃষ্টির সম্ভাবনা বাংলায়। আজ উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার মালদহ এবং দুই দিনাজপুরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও দক্ষিণের বীরভূম মুর্শিদাবাদ নদিয়া এবং উত্তর ২৪ পরগনায় হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দুই মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায় বৃষ্টি হতে পারে আগামী কাল। তবে কলকাতায় বৃষ্টির সম্ভাবনা না থাকলেও মেঘলা আবহাওয়া থাকবে। হাওয়া অফিস আগেই জানিয়েছিল, পশ্চিমি ঝঞ্ঝা সরে গেলেই আকাশ পরিষ্কার হবে বলে জানিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। তবে রাতের দিকে নামবে তাপমাত্রা। সেই মতোই দিনের বেলা রোদের কারণে গরম বাড়লেও রাতের দিকে বজায় থাকছে ঠান্ডা।
আরও পড়ুন-বারুইপুর পশ্চিম বিধানসভায় তৃণমূলের কর্মিসম্মেলনে অরূপ-শশী-বিমান
উত্তরের রাজ্যগুলিতে পারদ নামবে ৪ ডিগ্রি। পঞ্জাব, হরিয়ানা, হিমাচল, চণ্ডীগড়, উত্তর রাজস্থান, দিল্লি, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, সিকিমে পারদ ৯ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রয়েছে। ৮ ফেব্রুয়ারি পর্যন্ত দিল্লিতে পরিষ্কার আকাশের সঙ্গে মাঝারি কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে। আজ বিক্ষিপ্ত বৃষ্টির সতর্কতা রয়েছে পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, রাজস্থানে বৃষ্টি হবে। এই রাজ্যগুলিতে রয়েছে শিলাবৃষ্টির পূর্বাভাসও।