নিরঞ্জনের পর গঙ্গায় ভাসে লাল ফোঁটার সাদা টিকটিকি

কালীগঞ্জের মাটিয়ারিতে জমিদার বন্দ্যোপাধ্যায় বাড়িরপৌনে তিনশো বছরের বেশি পুরনো দুর্গাপুজো নিয়ে এই মুহূর্তে পরিবারের কর্তাদের ব্যস্ততা চরমে

Must read

মৌসুমী দাস পাত্র, নদিয়া: কালীগঞ্জের মাটিয়ারিতে জমিদার বন্দ্যোপাধ্যায় বাড়িরপৌনে তিনশো বছরের বেশি পুরনো দুর্গাপুজো নিয়ে এই মুহূর্তে পরিবারের কর্তাদের ব্যস্ততা চরমে। দেবীর গায়ে রঙ চলছে। এবারও জাঁকজমকের সঙ্গে পুজোর জন্য নতুন করে সেজে উঠছে ঠাকুর দালান। আসলে মাটিয়ারির জমিদার বাড়ির রামসীতা মন্দিরের জন্য বন্দ্যোপাধ্যায় পরিবার বিখ্যাত। জমিদার বলরাম বন্দ্যোপাধ্যায় স্বপ্নাদেশে রামসীতার বিগ্রহ পেয়ে বাড়িতে প্রতিষ্ঠা করেন। একই সময় তাঁরা স্থানীয় মানুষের কথা ভেবে দুর্গাপুজোর সূচনাও করেন। সেই পুজো আজও একই প্রথা মেনে নিষ্ঠার সঙ্গে হচ্ছে।

আরও পড়ুন-সবুজ বাজির ক্লাস্টার নির্মাণে বাড়ল গতি, ২৩২ জনকে লাইসেন্স, গোডাউনের জন্য বাজি নির্মাতাদের বিনামূল্যে জমি রাজ্যের

ভাগীরথী নদীতে উমার বিসর্জনের সময় লাল ফোঁটা দেওয়া সাদা টিকটিকি নিয়ে বহু দিন ধরে চর্চা চলছে। এই দৃশ্য দেখতে হাজার হাজার মানুষ ভিড়ও করেন। বাড়ির কর্তা রামনারায়ণ বন্দ্যোপাধ্যায় বলেন, আমাদের বাড়িতে সিদ্ধার্থশংকর রায় থেকে কয়েকজন মুখ্যমন্ত্রী এসেছেন। বংশ পরম্পরায় হওয়া এই পুজো নিয়ে অনেকের আগ্রহ রয়েছে। আরেক কর্তা রামতনু বন্দ্যোপাধ্যায় বলেন, বাড়িতে রামসীতার মূর্তি থাকায় বংশের সব পুত্রের সঙ্গে রাম শব্দটি যুক্ত রাখা হয়। আমাদের বাড়ির পুজোয় প্রতিমা নিরঞ্জনের পর গঙ্গায় ভেসে থাকে কয়েকটা লাল ফোঁটা দেওয়া সাদা টিকটিকি। তাদের ধরে বাড়ির পুজোমণ্ডপে ছেড়ে দেওয়া হয়। কিছুক্ষণ পর আর দেখা যায় না। তবে টিকটিকি না এলে আমরা মনে করি পুজোয় কোনও খুঁত হয়েছে।ওরা আমাদের কাছে দেবীর দূত হয়ে আসে।

Latest article