প্রতিবেদন : নতুন বছরে মাত্র ১৫ দিনের মধ্যে ডার্বি জয়ের হ্যাটট্রিক করে ফেলল মোহনবাগান। বুধবার অনূর্ধ্ব ১৭ ফেডারেশনের যুব লিগের ডার্বিতেও চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলকে হারাল সবুজ-মেরুনের ছোটরা। নিজেদের মাঠেই আদিত্য মণ্ডলের গোলে ১-০ ব্যবধানে জিতল মোহনবাগান। এর আগে ১১ জানুয়ারি ক্লাবের সিনিয়র দল আইএসএলে মোহনবাগানকে হারায়। সেদিনই অনূর্ধ্ব ১৫ রিলায়েন্স ইয়ুথ লিগের ডার্বিতে জেতে বাগানের ছোটরা।
আরও পড়ুন-গল্ফগ্রিন থানার কাছে তরুণীর গলাকাটা দেহ উদ্ধার
বুধবারের জয়ের পর মোহনবাগানের যুব দলকে অভিনন্দন জানিয়েছেন কোচ জোসে মোলিনা। জামশেদপুর ম্যাচ নিয়ে সাংবাদিক সম্মেলনের মধ্যেই জেমি ম্যাকলারেনদের কোচ বলেন, ‘‘আমাদের অনূর্ধ্ব ১৭ দলকে ডার্বি জেতার জন্য অভিনন্দন। ছেলেরা ভাল খেলে জিতেছে।’’
মোলিনার দল শুক্রবার জামশেদপুর এফসি-র বিরুদ্ধে খেলবে। জয়ের ছন্দে রয়েছে খারিদ জামিলের দল। আপুইয়া এখনও সম্পূর্ণ ম্যাচ ফিট না হলেও তাঁকে ধরেই এগোচ্ছেন মোহনবাগান কোচ। মোলিনা বলেছেন, ‘‘আমরা অতিরিক্ত আত্মবিশ্বাসী হতে চাই না। জামশেদপুর ভাল খেলছে। অ্যাওয়ে ম্যাচে জিততে হলে আমাদের অনেক পরিশ্রম করতে হবে। খুব কঠিন ম্যাচ।’’ এই ম্যাচেও অনিরুদ্ধ থাপাকে চোটের কারণে পাওয়া যাবে না। অন্যদিকে, ইস্টবেঙ্গলে চলছে গোয়া ম্যাচের প্রস্তুতি। বুধবার নতুন বিদেশি ফরোয়ার্ড রিচার্ড সেলিসকে বিশ্রাম দেওয়া হয়। ঝুঁকি এড়াতে হিজাজি, হেক্টরও বিশ্রামে।