আইসক্রিমে টিকটিকির লেজ, আহমেদাবাদে অসুস্থ হয় পড়লেন মহিলা

তদন্তে উঠে আসে যে আইসক্রিম কোনটি নারোদা জিআইডিসি ফেজ ১-এর হ্যাভমোর আইসক্রিম প্রাইভেট লিমিটেড কারখানায় তৈরি করা হয়েছিল।

Must read

তীব্র গরমের একমাত্র দাওয়াই এখন আইসক্রিম। এবার সেই আইসক্রিম খেয়েই আহমেদাবাদের (Ahmedabad) বাসিন্দা এক মহিলা অসুস্থ হয়ে পড়লেন। একটি আইসক্রিমের দোকান থেকে তিনি নিজের পছন্দের ফ্লেভারের কোন কিনেছিলেন। কিন্তু খাওয়ার মাঝেই হঠাৎ আঁতকে ওঠেন তিনি। আইসক্রিমের ভিতরে টিকটিকির লেজ নজরে আসে তাঁর। এরপরেই বমি ও পেট ব্যথায় কাতর হয়ে পড়েন মহিলা। স্বভাবিকভাবেই বিষয়টি নজরে আসতে চাঞ্চল্য ছড়ায়। আপাতত পৌরনিগম দোকানটিকে সিল করে দিয়েছে। আইসক্রিম কোম্পানিকেও ৫০ হাজার জরিমানা করা হয়েছে।

আরও পড়ুন-তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লা, ধন্যবাদ জানালেন মুখ্যমন্ত্রীকে

ইতিমধ্যেই নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও। যেখানে মহিলা নিজের অভিজ্ঞতার কথা জানাচ্ছেন। তিনি বলেন, আহমেদাবাদের মানিনগর এলাকার মহালক্ষ্মী কর্নার নামের একটি দোকান থেকে ‘হাভমোর’ ব্র্যান্ডের আইসক্রিম কিনেছিলেন তিনি। অর্ধেক খেয়ে ফেলার পর তিনি দেখেন সেটাতে রয়েছে একটি টিকটিকির লেজ। দেখা মাত্র বমি করতে শুরু করেন মহিলা। শুরু হয় তীব্র পেটের যন্ত্রণা। পরিবারের লোকেরা মহিলাকে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করেন। সেখানেই চিকিৎসাধীন তিনি। জানা গিয়েছে, এদিন তিনি চারটি কোন কিনেছিলেন। তার একটিতে ছিল টিকটিকির লেজ। মহিলার ছেলেমেয়েরা তখনও ওই আইসক্রিম খায় নি। যদি কিছু হয়ে যায়, তিনি সংস্থার বিরুদ্ধে মামলা করবেন বলেও ভিডিওতে জানান। ওই মহিলা আহমেদাবাদ পৌর সংস্থায় অভিযোগ দায়ের করেন, এর পরেই খাদ্য সুরক্ষা আইনের অধীনে লাইসেন্স না থাকায় মহালক্ষ্মী কর্নার আইসক্রিম পার্লারটি সিল করে দেওয়া হয়। আইসক্রিম ব্র্যান্ড হ্যাভমোরকে ৫০,০০০ টাকা জরিমানাও করা হয়েছে।

আরও পড়ুন-৬৭২ বাতিতে সেজে উঠবে দিঘার জগন্নাথ মন্দির, কাজ শুরু করল হিডকো

উল্লেখ্য, তদন্তে উঠে আসে যে আইসক্রিম কোনটি নারোদা জিআইডিসি ফেজ ১-এর হ্যাভমোর আইসক্রিম প্রাইভেট লিমিটেড কারখানায় তৈরি করা হয়েছিল। কর্মকর্তারা জানিয়েছেন, আইসক্রিম কোনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে এবং কোম্পানিকে বাজার থেকে পুরো ব্যাচটি প্রত্যাহার করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

 

Latest article