সংবাদদাতা, হাওড়া : রাস্তার ধারে পড়ে থাকা তারে বিদ্যুৎস্পৃষ্ট (Electrocution) হয়ে মৃত্যু হল এক যুবকের। শনিবার রাতে উলুবেড়িয়ার মুসাপুর গ্রামের ঘটনা। পুলিশ জানায় মৃতের নাম সুব্রত মণ্ডল(২৫)। ধূলাগোড়ের একটি বেসরকারি সংস্থায় কাজ করতেন উলুবেড়িয়ার বাসিন্দা সুব্রত। রাতে কাজ থেকে ফেরার সময় মুসাপুর এলাকায় রাস্তায় পড়ে থাকা বিদ্যুৎবাহী তারে পা লেগে তড়িদাহত হয়ে ছিটকে পড়েন পাশের জঙ্গলে। স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে ছুটে আসেন। ইলেকট্রিক সরবরাহের মেন সুইচ অফ করে অচৈতন্য অবস্থায় সুব্রতকে উদ্ধার করে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে নিয়ে যান তাঁরা। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে রবিবার বিকেলে মুসাপুর গ্রামে সুব্রতর বাড়িতে ছুটে যান মন্ত্রী পুলক রায়। রাজ্য সরকারের পক্ষ থেকে তাঁর বাবা-মার হাতে তুলে দেওয়া হয় ৫ লক্ষ টাকার চেক। বিদ্যুৎ বণ্টনকারী দুই সংস্থা সিইএসসি ও রাজ্য বিদ্যুৎ পর্ষদের আধিকারিকদের নিয়ে তড়িঘড়ি বৈঠক করেন উলুবেড়িয়ার পুরপ্রধান অভয় দাস।
আরও পড়ুন: ২১ জুলাইয়ের রক্তাক্ত ইতিহাস নিয়ে তথ্যচিত্র, দায়িত্বে তৃণমূল বিধায়ক পার্থ ভৌমিক