ঘরে আধখাওয়া মদের বোতল, তাগা, তাবিজ! ট্যাংরায় ২৫ তলা থেকে পড়ে মৃত্যু তরুণীর

সোমবার ট্যাংরার (Tyangra) ক্যানাল সাউথ রোডের একটি আবাসনের নীচ থেকে তরুণীর রক্তাক্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য।

Must read

সোমবার ট্যাংরার (Tyangra) ক্যানাল সাউথ রোডের একটি আবাসনের নীচ থেকে তরুণীর রক্তাক্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য। ওই তরুণী দুর্ঘটনাবশত পড়ে গিয়েছেন না বহুতল থেকে ঝাঁপ দিয়েছেন, সেটা যদিও এখনও স্পষ্ট নয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ট্যাংরা থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, মৃতের নাম গরিমা লাধা (২৬)। ২৫ তলায় তিনি মা-বাবার সঙ্গেই থাকতেন। আপাতত দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। গত বছর মা, বাবা, বোনের সঙ্গে গরিমা এই আবাসনে আসেন। বেশ কয়েকটি বিষয় নিয়ে অবসাদে ভুগছিলেন এই তরুণী।

আরও পড়ুন-মুম্বইয়ে ভয়াবহ দুর্ঘটনার মুখে ল্যাম্বরগিনি, ভাইরাল ভিডিও

পরিবার সূত্রে খবর, রবিবার রাত ১১টা নাগাদ ডিনার শেষ করে নিজের ঘরে শুতে চলে যান তিনি। পাশের ঘরেই ছিলেন মা, বাবা। বহুতলের জানলাগুলি যথেষ্ট বড় এবং সেই জানলা থেকেই তিনি নীচে পড়ে যান। গরিমার হাতে থাকা তাগা, তাবিজ ঘরের মধ্যেই খোলা ছিল। পরিবারের সঙ্গে কথা বলে বোঝা যাচ্ছে অবসাদ থেকেই আত্মহত্যা করে থাকতে পারেন তিনি। আবাসনের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ।

আরও পড়ুন-‘দায়িত্বজ্ঞানহীন’ ১০২ দিনেও চূড়ান্ত রিপোর্ট নেই, এয়ার ইন্ডিয়া ক্র্যাশ রিপোর্ট নিয়ে ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট

প্রসঙ্গত, কিছুদিন আগেই ট্যাংরায় তিনজনকে খুনের ঘটনায় শোরগোল পড়েছিল শহরজুড়ে। দুই ভাই তাঁদের স্ত্রী ও সন্তানদের খুনের চেষ্টা করে আত্মহত্যা করে। একটি শিশু অলৌকিকভাবে বেঁচে গেলেও আরেকটি শিশুর মৃত্যু হয়েছিল। সেই ঘটনার রেশ কাটার আগেই ফের শিরোনামে ট্যাংরা।

Latest article