প্রতিবেদন : ফের সেই বিজেপি-রাজ্য (BJP)! পথচারী মহিলাকে গাড়িতে তুলে গণধর্ষণ করা হল। মহারাষ্ট্রের লোনাওয়ালার ঘটনা। বিজেপির ‘সু-শাসনে’ রাজ্যের এমনই আইনশৃঙ্খলা পরিস্থিতি এক এক জায়গায় গাড়ি থামিয়ে ধর্ষণ করে শুনশান রাস্তায় ওই মহিলাকে ফেলে রেখে যায় দুষ্কৃতীরা। কোনওমতে নিরাপদ স্থানে গিয়ে পুলিশে অভিযোগ দায়ের করেন তরুণী। অভিযোগ, তিন দুষ্কৃতী গাড়ির ভিতরেই ধর্ষণ করে তরুণীকে।
আরও পড়ুন-ক্রিকেট বল আনতে গিয়ে উত্তরপ্রদেশে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত ৭ বছরের বালক
তরুণী পুলিশের দ্বারস্থ হলে তাঁকে চিকিৎসা করানোর ব্যবস্থা করা হয়। লোনাওয়ালা থানার পুলিশ স্থানীয় এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু করে। এক সন্দেহভাজনকে গ্রেফতার করে লোনাওয়ালা থানার পুলিশ। বাকি দু’জনের সন্ধান চলছে। ঘটনার জেরে আতঙ্কিত তরুণীর মানসিকস্থিতির জন্যও চিকিৎসা সহায়তা দেওয়া হয়েছে।