কসবার ঘটনার স্মৃতি ফিকে হওয়ার আগেই ফের শহরের শিক্ষা প্রতিষ্ঠানে যৌন নিগ্রহের ঘটনা। জোকাতে (Joka) নামী ম্যানেজমেন্ট ইন্সটিটিউটের ভিতরে তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠল এক ছাত্রের বিরুদ্ধে। ইতিমধ্যেই কলকাতা পুলিশের তৎপরতায় গ্রেফতার কলেজের ম্যানেজমেন্ট পড়ুয়া। মধ্যরাতেই খবর পেয়ে কলেজ ক্যাম্পাসে পৌঁছয় পুলিশ। জোকার এই কলেজে ভর্তি হতে গেলে সর্বভারতীয় স্তরের পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। দেশের বিভিন্ন রাজ্যের পড়ুয়ারা এই কলেজে পড়াশোনা করেন।
আরও পড়ুন-দিঘা যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে গাড়ি, মৃত ৪
তবে এই কলেজে প্রবেশ করতে গেলে নিরাপত্তার একাধিক ধাপ পেরিয়ে তবেই যাওয়া যায়। তারপরও কীভাবে এই ঘটনা ঘটল সেই নিয়ে হতবাক কলেজ কর্তৃপক্ষ। জানা গিয়েছে তরুণী ওই কলেজের ছাত্রী নন। রেজিস্টারে স্বাক্ষর না করেই কীভাবে ওই তরুণী ভিতরে গেলেন, সেটা নিয়েও উঠেছে প্রশ্ন। হরিদেবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তরুণী। তাঁর অভিযোগের ভিত্তিতে ওই ছাত্রকে গ্রেফতার করেছে হরিদেবপুর থানার পুলিশ। রাতেই নিরাপত্তারক্ষী ও কলেজের অন্যান্য কর্মীদের জিজ্ঞাসাবাদ করা হয়। সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখে তদন্তের অগ্রগতি হবে বলে জানানো হয়েছে পুলিশের তরফে।
তরুণী জানিয়েছেন, ক্যাম্পাসিং-এর নাম করে ওই কলেজের এক দ্বিতীয় বর্ষের পড়ুয়া তাঁকে ভিতরে নিয়ে যান। তারপর অন্য একটি কাজের অছিলায় তাঁকে বয়েজ হস্টেলে নিয়ে যাওয়া হয় বলে দাবি তরুণীর। সেখানে নিয়ে গিয়ে তাঁকে জল ও পিৎজা খেতে দেওয়া হয়। খাওযার পরই তরুণী নেশাছন্ন হয়ে পড়লে সেই সুযোগে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করেন ওই ছাত্র। সম্বিৎ ফিরে পেয়ে তরুণী বাধা দিতে গেলে তাঁকে মারধর করা হয় ও পরে ধর্ষণ করা হয়।
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…
দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…