মাত্র ৪ ঘণ্টাতেই কেষ্টপুরে খুনের কিনারা! আটক যুবক

Must read

মাত্র ৪ ঘণ্টার মধ্যে বিউটি পার্লার কর্মী খুন কাণ্ডের কিনারা করল পুলিশ। কেষ্টপুরের (Keshtopur Murder Case) আবাসনের ফ্ল্যাটে তরুণীর রহস্য মৃত্যু ঘটনায় এক সন্দেহভাজন যুবককে আটক করলো বাগুইআটি থানার পুলিশ। সোশ্যাল মিডিয়ায় পরিচয় এর সূত্র ধরে আটক করা হয় এক যুবককে। প্রাথমিক তদন্তে অনুমান বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে খুন করা হয়ে থাকতে পারে তরুণীকে।

শুক্রবার বিকালে কেষ্টপুরের (Keshtopur Murder Case) রবীন্দ্রপল্লীর আবাসন থেকে তরুণীর দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল ছড়ায়। বিউটি পার্লারের কর্মী অভিষিক্তা সাহা স্বামীর সঙ্গে ওই ফ্ল্যাটে থাকতেন। শুক্রবার দুপুর থেকে স্ত্রী ফোন না ধরায় স্বামী বুদ্ধদেব দ্রুত ঘরে ফিরে আসেন এবং স্ত্রীর গলায় ফাঁস লাগানো দেহ দেখতে পান। খবর দেওয়া হয় পুলিশে।

আরও পড়ুন- অপুষ্টি সমস্যার শীর্ষে বিজেপিশাসিত ৩ রাজ্য! সন্তোষজনক স্থানে বাংলা

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন ফ্ল্যাটে স্বামী-স্ত্রী দুজনেই থাকতেন। তাঁদের সন্তান বাবা-মায়ের চাকরির কারণে ঠাকুমা দাদুর কাছে অন্যত্র থাকত। প্রতিবেশীরা তাঁদের ঘরে তেমন কারো যাতায়াতের খবর দিতে পারেননি। এরপরই তরুনীর মোবাইল ঘেঁটে তদন্ত শুরু করে পুলিশ। সেই সূত্রে ফেসবুকের বন্ধু মুড়াগাছার কৌশিক সাহাকে শুক্রবার রাতেই আটক করে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করে তদন্ত চালানো হচ্ছে। প্রাথমিকভাবে পুলিশের অনুমান কৌশিকের সঙ্গে কোনও সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন অভিষিক্তা।

Latest article