প্রতিবেদন : এনুমারেশন ফর্মে আধার বাধ্যতামূলক করার পর নির্বাচন কমিশন এবার নতুন ভোটার কার্ডের আবেদন, ভোটার কার্ড স্থানান্তর এবং সংশোধনের আবেদনেও আধার কার্ড বাধ্যতামূলক করার নির্দেশ দিয়েছে। এতদিন নতুন ভোটার কার্ডের আবেদন জানানোর ৬ নম্বর, স্থানান্তরের আবেদন জানানোর জন্য ৭ নম্বর ও সংশোধনের আবেদন জানানোর ৮ নম্বর ফর্মে আধার জমা দেওয়া ঐচ্ছিক ছিল। নতুন নির্দেশিকায় স্পষ্ট জানানো হয়েছে, এবার থেকে এই তিনটি ক্ষেত্রেই আধার নম্বর দেওয়া বাধ্যতামূলক।
আরও পড়ুন-সোনালি-মামলায় সুপ্রিম কোর্টে বড় ধাক্কা কেন্দ্রের
নির্বাচন কমিশন সূত্রে খবর, ২৭ অক্টোবর যে বারোটি রাজ্যে একযোগে এসআই আর প্রক্রিয়া চালুর নির্দেশিকা জারি হয়েছিল, সেখানে অনলাইন এনুমারেশন ফর্ম পূরণ করতে ভোটার কার্ড ও আধার—উভয়ের সঙ্গেই আবেদনকারীর ফোন নম্বর লিঙ্ক থাকা বাধ্যতামূলক করা হয়। সেই নির্দেশ খতিয়ে দেখেই ভবিষ্যতের কথা মাথায় রেখে আরও কঠোর নীতি গ্রহণ করেছে কমিশন।
আরও পড়ুন-আগামীকাল থেকে শুরু ইন্টারভিউ
কমিশনের মতে, আধার নম্বর ইতিমধ্যেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে শুরু করে সরকারি বিভিন্ন প্রকল্পের সঙ্গে যুক্ত থাকে। তাই ভোটার তালিকা পরিষ্কার, নির্ভুল এবং স্বচ্ছ রাখতে আধার বাধ্যতামূলক করাই যুক্তিযুক্ত বলে মনে করছে কমিশন। বিশেষ করে অনলাইন নতুন ভোটার কার্ডের আবেদন করলে কমিশনের সার্ভার সরাসরি আধারের সই ও তথ্য যাচাই করতে পারবে। আগামী ৯ ডিসেম্বর রাজ্যে প্রকাশিত হবে খসড়া ভোটার তালিকা। সেদিন থেকেই শুরু হবে নতুন ভোটার কার্ডের আবেদন, ডিভিশন ও সংশোধনের জন্য আবেদন গ্রহণ। সময় পাওয়া যাবে ৮ জানুয়ারি পর্যন্ত। ফলে নির্বাচন কমিশনের এই নতুন নির্দেশিকা আগামী দিনে প্রতিটি আবেদনকারীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে, কারণ এবার থেকে ভোটার কার্ডের যাবতীয় প্রক্রিয়ায় আধার অপরিহার্য।

