নাগরিকত্ব প্রমাণে আর বৈধ নয় আধার-প্যান-রেশন কার্ড

দিল্লি পুলিশের ব্যাখ্যা, রাজধানীতে বেআইনিভাবে বসবাসকারী বিদেশি নাগরিকদের চিহ্নিত করা এবং প্রয়োজনীয় পদক্ষেপের লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Must read

প্রতিবেদন: পহেলগাঁও হত্যালীলার পরে রাজধানী দিল্লিতে নাগরিকত্বের প্রমাণপত্র নিয়ে নতুন সিদ্ধান্ত নিল কেন্দ্র। নাগরিকত্ব প্রমাণের জন্য আর বৈধ নয় আধার কার্ড, প্যান কার্ড কিংবা রেশন কার্ড। দিল্লি পুলিশকে সেই নির্দেশ ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে কেন্দ্রের পক্ষ থেকে। জারি করা এক নির্দেশিকায় বলা হয়েছে, এক্ষেত্রে শুধুমাত্র ভোটার আইডি কার্ড এবং পাসপোর্টের ভিত্তিতেই যাচাই করা হবে নাগরিকত্ব। কেন এই নতুন নির্দেশ? দিল্লি পুলিশের ব্যাখ্যা, রাজধানীতে বেআইনিভাবে বসবাসকারী বিদেশি নাগরিকদের চিহ্নিত করা এবং প্রয়োজনীয় পদক্ষেপের লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন-‘পাকিস্তানে গিয়ে কি মরব আমরা?’ ভারত ছাড়ার নিদানে দিশাহারা সারদা বাইরা

কারণ দেখা যাচ্ছে, এই ধরনের বিদেশিদের অনেকের কাছেই রয়েছে আধার, প্যান বা রেশন কার্ড। এগুলো দেখিয়েই তারা নিজেদের দাবি করছে ভারতীয় বলে। খুব সহজেই বিভ্রান্ত করছে পুলিশ এবং প্রশাসনকে। সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হল, এই ধরনের অবৈধ নাগরিকদের বেশিরভাগই পাকিস্তানি, বাংলাদেশি কিংবা রোহিঙ্গা। কিন্তু ওই ৩ রকম কার্ডের দৌলতে এমনভাবে জনতার মাঝে মিশে যাচ্ছে তারা যে তাদের চিহ্নিতই করা যাচ্ছে না কিংবা খুবই কঠিন কাজ হয়ে দাঁড়াচ্ছে। কেন্দ্রের নয়া নির্দেশিকা পেয়ে এবার দিল্লি পুলিশের প্রত্যেক ডিএসপিকে নিজেদের এলাকায় আরও কড়া নজরদারি চালাতে বলা হয়েছে। কারও গতিবিধি সন্দেহজনক বলে মনে হলেই দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

Latest article