প্রতিবেদন : কেবলমাত্র পাঞ্জাবের নির্বাচনের ফলের ভিত্তিতে আম আদমি পার্টিকে বিরাট সফল বলা যাবে না। অরবিন্দ কেজরিওয়ালকেও কোনওমতেই বলা যাবে না মমতা বন্দ্যোপাধ্যায়ের সমকক্ষ। স্পষ্ট জানিয়ে দিনের রাজনৈতিক প্রচার বিশেষজ্ঞ ও ভোটকুশলী প্রশান্ত কিশোর (পিকে)। মঙ্গলবার এক সর্বভারতীয় বৈদ্যুতিন সংবাদমাধ্যমের আলোচনায় তিনি এই মতামত জানান।
আরও পড়ুন-কৃষকদের আয় দ্বিগুণ করা নিয়ে অভিষেকের প্রশ্নে নিরুত্তর কেন্দ্র
তাঁর দাবি, দিল্লির লাগোয়া পাঞ্জাবে ভাল ফল করা এক ব্যাপার, আর অন্যত্র বিজেপির মতো শক্তিকে পরাস্ত করা অন্য বিষয়। আম আদমি পার্টি উত্তরাখণ্ড বা গোয়ায় মোটেই ভাল ফল করতে পারেনি। প্রশান্ত কিশোরের মন্তব্য, আপ একটি রাজনৈতিক স্টার্টআপের মতো। এখন সেই স্টার্টআপ ‘ইউনিকর্ন’ হবে কি না, তা নির্ভর করবে হিন্দিবলয়ে তারা বিজেপিকে কতটা কড়া চ্যালেঞ্জ ছুড়তে পারে, তার উপর। পাশাপাশি পিকে জোর দিয়েই দাবি করেন, ২০২৪ সালে বিজেপিকে দিল্লির তখত থেকে উৎখাত করা মোটেই অসম্ভব নয়। তবে তার জন্য ভারতের জাতীয় কংগ্রেস দলের ভাবনা-চিন্তা এবং কাঠামোয় আমূল পরিবর্তন দরকার। যা এখন নেই৷
প্রশান্ত কিশোর আরও জানান, মে মাসের শুরুতেই তিনি তাঁর পরবর্তী পদক্ষেপ ঘোষণা করতে চলেছেন৷