পরের আইপিএলেই আমি ফিরছি : এবি

২০১৮ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পরেও তিন বছর চুটিয়ে আইপিএল খেলা চালিয়ে গিয়েছেন দক্ষিণ আফ্রিকার এই কিংবদন্তি ক্রিকেটার

Must read

জোহানেসবার্গ, ২৪ মে : আধুনিক ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটার এবি ডেভিলিয়ার্স। ২০১৮ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পরেও তিন বছর চুটিয়ে আইপিএল খেলা চালিয়ে গিয়েছেন দক্ষিণ আফ্রিকার এই কিংবদন্তি ক্রিকেটার। ২০২১ সালে শেষবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে খেলে সব ধরনের ক্রিকেটকে বিদায় জানান মিস্টার থ্রি সিক্সটি ডিগ্রি। বেঙ্গালুরু ডেভিলিয়ার্সের দ্বিতীয় হোমটাউন। ২০১১ সাল থেকে টানা প্রিয় বন্ধু বিরাট কোহলির পাশে ফ্র্যাঞ্চাইজির হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বহু ম্যাচ কার্যত একার কৃতিত্বে জিতিয়েছেন। নিজের প্রিয় দলের সঙ্গে আবারও যুক্ত হতে চলেছেন এবি। এই খবর কয়েকদিন আগেই দিয়েছিলেন বিরাট। এবার সেই খবর নিশ্চিত করলেন স্বয়ং ডেভিলিয়ার্স।

আরও পড়ুন-আর্থিক প্রতারণার শিকার ঋষভ

দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক এদিন বলেন, ‘‘আমি খুশি যে বিরাট এটা নিশ্চিত করেছে যে, আমি আরসিবি-তে ফিরছি। সত্যি কথা বলতে কী, আমি অবশ্যই পরের বছর আইপিএলে থাকব। তবে কীভাবে, কোন ভূমিকায়, সেটা এখনই নিশ্চিত করে বলতে পারব না। কারণ, এ ব্যাপারে আমি এখনও কিছুই সিদ্ধান্ত নিতে পারিনি। কিন্তু আমি আরসিবি-কে মিস করছি।’’ ডেভিলিয়ার্স আরও বলেন, ‘‘আমি খুব খুশি হব আমার দ্বিতীয় বাড়িতে ফিরতে পারলে। ফের চিন্নাস্বামীতে ভরা স্টেডিয়াম দেখার জন্য মুখিয়ে আছি।’’

Latest article