প্রতিবেদন : এন্টালিতে ভেঙে পড়ল পরিত্যক্ত কারখানায় ফ্লোর। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে মৃত্যু হয়েছে দু’জনের। দ্রুত পৌঁছয় এন্টালি থানার পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনীর দল। ঘটনাস্থলে যান মেয়র ফেরার হাকিমও। রবিবার রাত ৯টা নাগাদ এন্টালির কনভেন্ট রোডে পরিত্যক্ত কারখানার একতলার সিলিং ভেঙে পড়ে।
আরও পড়ুন-দিনের কবিতা
ধ্বংসস্তূপের তলায় চাপা পড়েন নিরাপত্তারক্ষী শাহিদুর রহমান। তাঁর চিৎকারে ছুটে আসেন ভাই মুজিবুর। দাদাকে বাঁচাতে গিয়ে তিনিও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন। স্থানীয়রাই খবর দেয় পুলিশ ও ডিএমজিকে। বিপর্যয় মোকাবিলা দলের কর্মীরা দু’জনকে উদ্ধার করে এনআরএস হাসপাতালে নিয়ে গেলে তাঁদের মৃত বলে ঘোষণা করা হয়। দু’জনই মাথায় ও মুখে চোট পান বলে হাসপাতাল সূত্রে খবর। পুর-কমিশনার ধবল জৈনকে সঙ্গে নিয়ে ঘটনাস্থল পরিদর্শনে যান মেয়র ফিরহাদ হাকিম। বলেন, এটা একটা পুরনো অ্যাসিডের কারখানা ছিল। বহুকাল ধরে পরিতক্ত। সম্ভবত সাম্প্রতিককালে কোনও কোম্পানি জায়গাটা কিনেছে। দু’জন নিরাপত্তারক্ষীর মৃত্যু হয়েছে। আপাতত ঘিরে রাখা হয়েছে।