চাকরি খেয়ে এখন নাটক করতে চাকরিহারাদের কাছে অভিজিৎ

Must read

প্রতিবেদন : শিক্ষকদের চাকরি খেয়ে নিয়ে এখন তাঁদেরই পাশে দাঁড়িয়ে নাটক করছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly)। তিনি বলছেন তাঁর কাছে নাকি এখন সমস্যার সমাধানের ফর্মুলা রয়েছে। সেই কথা তিনি চিঠিতে জানাতে চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। যদি তাঁর কাছে সমস্যার সমাধানই থাকবে তাহলে প্রথমেই কেন তিনি সমাধান না দিয়ে এতজন শিক্ষকের চাকরি খেলেন? এর থেকেই বোঝাই যাচ্ছে বিজেপি কতটা জনবিরোধী নীতি নিয়ে চলে। কসবায় ডিআই অফিসের হিংসাত্মক ঘটনায় যে বিরোধীদের উসকানি ছিল তা আরও একবার স্পষ্ট হয়ে যাচ্ছে আন্দোলনকারীদের কথাতেই। হামলার ওই ভিডিওতে এক ব্যক্তিকে বলতে শোনা যাচ্ছে পেট্রোল লাগিয়ে আগুন জ্বালিয়ে দেওয়ার কথা।
জনৈক ওই ব্যক্তির নাম প্রতাপ রায়চৌধুরী। তার ফেসবুক প্রোফাইলে মহম্মদ সেলিমের ছবি রয়েছে। তাকে গ্রেফতার করার দাবি জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তিনি জানান, শিক্ষকরা পেট্রোল এনে জ্বালাবার কথা বলেছেন। যিনি পেট্রোল ঢালার কথা বলেছেন তাঁকে অবিলম্বে গ্রেফতার করা উচিত। আবেগতাড়িত জনতাকে যিনি উত্তেজিত করেছেন তাঁকে একশো শতাংশ গ্রেফতার করা উচিত। তিনি প্রতাপ রায়চৌধুরী। সিপিআইএমের ক্যাডার।

আরও পড়ুন- শিক্ষকদের সঙ্গে হামলায় ছিল বহিরাগতরাও

অপরদিকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কেও একহাত নিয়েছেন তিনি। এই প্রাক্তন বিচারপতি যে চক্রান্ত করে শিক্ষকদের চাকরি খেয়ে এখন নাটক করছেন তার প্রমাণ রয়েছে ভিডিওতেই। ভাইরাল হওয়া সেই ভিডিওতে শোনা গিয়েছে, প্রাক্তন বিচারপতি নিজের মুখে বলছেন, যাদের আমি চাকরি খেয়েছি, সুপ্রিম কোর্টের একটি স্টে অর্ডারে টিকে আছে। আশা করি শীঘ্রই মারা যাবে।
তাঁর এই কথা থেকেই স্পষ্ট শিক্ষকদের মৃত্যু কামনা করছে বিজেপি। একদিকে বলছে তাঁর কাছে সমস্যার সমাধান আছে, মুখ্যমন্ত্রীকে চিঠি দিতে চান অপরদিকে এই শিক্ষকদেরই চাকরি খাচ্ছেন তিনি। এই দ্বিচারিতা সিপিএম-বিজেপির রক্তে মিশে গেছে। শিক্ষকদের জটিলতার মধ্যে ফেলে দিয়ে চাকরি খাওয়াটাই যে বিজেপির প্রাধান্য ছিল সেটা আরও একবার প্রমাণিত হল।

Latest article